
বাবার পথেই ছেলে। বাবারা মতই লক্ষ্যভেদ করে দেশের মুখ উজ্জ্বল করল কলকারাত শ্য়ুটার। ভারতের বিখ্যাত অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকার (Joydeep Karmakar)-এর ছেলে আদ্রিয়ান কর্মকার (Adriyan Karmakar) জুনিয়রদের বিশ্বকাপ শ্যুটিংয়ে পদক জিতল। জার্মানির সুলে আয়োজিত জুনিয়র শ্যুটিং (অনুর্ধ্ব ২১) বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন বিভাগে রুপো জিতে চমকে দিলেন জয়দীপ পুত্র আদ্রিয়ান। ঠিক এই বিভাগেই ২০১২ লন্ডন অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়ে চতুর্থ হয়েছিলেন জয়দীপ। এদিন জার্মানিতে জুনিয়র বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল প্রোন বিভাগেসোনা জয়ী সুইডেনের জেসপার জোয়াসনসনের কাছে একটুর জন্য পিছিয়ে পড়েন আদ্রিয়ান। সোনা জয়ী জেসপার স্কোর করেন মোট ৬২৭ পয়েন্ট, সেখানে রুপো জয়ী আদ্রিয়ানের স্কোর দাঁড়ায় ৬২৬.৭। ব্রোঞ্জ জেতেন মার্কিন শ্যুটার লেক গ্রিফিন (৬২৪.৬ পয়েন্ট)। ছোটদের এই শ্যুটিং বিশ্বকাপে ভারতের মোট ৫৭ জন শ্যুটার অংশ নিচ্ছেন।
আদ্রিয়ানের লক্ষ্যভেদে ভারতের প্রথম পদক
এবারের বিশ্বকাপে আদ্রিয়ানের হাত ধরেই জার্মানিতে পদক জেতা শুরু করল ভারতীয় জুনিয়র শ্যুটিং দল। ২০- ২৬ মে পর্যন্ত চলবে এই বিশ্বকাপ।
বাপ কা বেটা...
MEDAL ‼️ 🔔 🚨 Adriyan Karmakar open’s India’s 🇮🇳 account 🔥 at the @issf_official Junior World Cup in Suhl 🇩🇪 with a 🥈 on World Cup debut, shooting 626.7 in the 50m rifle prone men junior event. 🎊🎉@Media_SAI #ISSFJuniorWorldCup #ISSFJWC #Shooting #India #TeamIndia pic.twitter.com/ZgNu99NHhD
— NRAI (@OfficialNRAI) May 20, 2025
২০১২ লন্ডন অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হয়েছিল জয়দীপের
২০১২ লন্ডন অলিম্পিকে ৫০ মিটার রাইফেল প্রোনে একটুর জন্য পদক হাতছাড়া হওয়া বাঙালি শ্যুটার জয়দীপ কর্মকারের ছেলে আদ্রিয়ানকে দেশের শ্যুটিংয়ে আগামী দিনের তারকা হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, জয়দীপ কর্মকার ২০১০ নয়া দিল্লি কমনলওয়েথ গেমসে সোনা, ২০১০ শ্য়ুটিং বিশ্বকাপে রুপো সহ বেশ কিছু বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য পান।