অভিমন্যু ঈশ্বরণ (Photo: Facebook)

India A Squad For England Series:  আগামী ৩০ মে থেকে শুরু হতে চলা তিন ম্যাচের চারদিনের টেস্টের জন্য ভারতীয় এ দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করল বিসিসিআই। ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের নেতৃত্ব দেবেন বাংলার তারকা ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। ক মাস আগে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে অভিমন্যু-কে স্কোয়াডে রাখা হলেও পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজে একটাতেও খেলানো হয়নি। ভারতীয় সিনিয়র দলের ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সেখানে খেলবে ভারতীয় এ ক্রিকেট দল।

ভারতীয় এ দলের সিরিজ

ইংল্যান্ডের চারদিনের তিনটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলবেন অভিমন্যু-রা (India A Team)। আগামী ৩০ মে থেকে শুরু হবে ভারতীয় এ ও ইংল্যান্ড এ দলের মধ্যে তিন ম্য়াচের সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় চারদিনের ম্যাচটি শুরু হবে যথাক্রমে ৬ জুন ও ১৩ জুন থেকে। আইপিএল শেষ করে শুভমন গিল ও সাই সুদর্শন সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে এ দলের হয়ে খেলবেন।

অভিমন্যুদের সামনে নিজের যোগ্যতা প্রামণের সুযোগ

রোহিত শর্মার টেস্টে অবসরের পর ২৯ বছরের দেরাদুনের ছেলের কাছে সুযোগ দেশের হয়ে অভিষেকের। তার আগে ইংল্যান্ডে এ দলের হয়ে দারুণ কিছু করে দেখাতে হবে অভিমন্য়ুকে। ইংল্যান্ডে এ দলে অভিমন্যুর সঙ্গে ওপেনার হিসেবে আছেন যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়েড়-কে। সহ অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেলকে। আইপিএলে ভাল খেলে এ দলে সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ।

এ দলে আছেন করুণ নায়ার, তুষার দেশপাণ্ডে

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য খেলে ও এবারের আইপিএলে শুরুতে চমকে দিয়ে করুণ নায়ারও এ দলে জায়গা পেলেন। মিডল অর্ডারে আছেন সরফরাজ খান, নীতীশ রেড্ডি। পেসার অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে শার্দুল ঠাকুরকে। তবে শ্রেয়স আইয়ার-রে এ দলে রাখা হয়নি। বাংলার দুই পেসার আকাশ দীপ ও মুকেশ কুমারের সঙ্গে স্পেশালিস্ট পেসার হিসেবে আছেন তুষার দেশপাণ্ডে, খলিল আহমেদ, ও আনশুল কাম্বোজকে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন তানুশ কৌতান, হর্ষ দুবে ও মানভ সুথার (বাঁ হাতি স্পিনার)।

এ দলের হয়ে ভাল খেললে টিম ইন্ডিয়ায় সুযোগ

২০ জুন থেকে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিনের মত মহাতারকা অভিজ্ঞদের ছাড়া টিম ইন্ডিয়া টেল্টে কেমন সেটাই এখন দেখার।

ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের ১৭ জনের স্কোয়াড--

অভিমন্য়ু ঈশ্বরণ (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়েড়, করুণ নায়ার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেকিপার/সহ অধিনায়ক), নীতীশ রেড্ডি, ঈশান কিষাণ (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, আকাশ দীপ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, খলিল আহমেদ, আনশুল কাম্বোজ, হর্ষ দুবে, তানুশ কৌতান, মানভ সুথার।

সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে এ দলে যোগ দেবেন শুবমন গিল ও সাই সুদর্শন।।