AB De Villiers (Photo Credit: FanCode/ X)

AB De Villiers: প্রত্য়াশার অনেকটা আগেই খেলা ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি ছেড়ে দিলেও, খেলাটা তাকে ছেড়ে দেয়নি। সেটা আবারও বোঝালেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডেভিলিয়ার্স। রবিবার লিডসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টি-২০ ক্রিকেটে ( WCL 2025) অস্ট্রেলিয়া প্রাক্তন দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ডেভিলিয়ার্স ৪৬ বলে ১২৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। ৪১ বছরের ডেভিলিয়ার্স এদিন ৮টি ওভার বাউন্ডারি ও ১৫টি বাউন্ডারি হাঁকান। এদিন মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকান এবিডি।

এদিন ৩৯ বলে সেঞ্চুরি করেন ডেভিলিয়ার্স

দিন তিনেক আগেই ইংল্য়ান্ডের প্রাক্তনদের বিরুদ্ধে এবি ৪১ বলে সেঞ্চুরি করেছিলেন। আর যুবরাজ সিংয়ের নেতৃত্বে খেলা ভারতের প্রাক্তনদের বিরুদ্ধে প্রোটিয়া তারকা করেছিলেন ৩০ বলে ৬৩ রান। প্রাক্তনদের নিয়ে হওয়া এই ৬ দেশীয় টুর্নামেন্টে ডেভিলিয়ার্স এমন খেলছেন, তাতে অনেকেই বলছে ফের না তাকে আইপিএলের ফ্র্য়াঞ্চাইজিগুলি কিনতে আগ্রহ দেখায়। প্রসঙ্গত, ডেভিলিয়ার্স শেষবার দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১৮ সালের এপ্রিলে (জোহানেসবার্গ টেস্টে, অস্ট্রেলিয়ার)।

দেখুন কীভাবে তাণ্ডব দেখালেন ডেভিলিয়ার্স

৩৪ বছর বয়সে দেশের জার্সিতে খেলা ছেড়েছিলেন

দেশের জার্সিতে অনসর নেওয়ার সময় এবি-র বয়স ছিল মাত্র ৩৪। এরপর একবার তাঁর দেশের জার্সিতে ফেরা নিয়ে জল্পনা তৈরি হলেও, তিনি আর সেটা করতে রাজি হননি। আর শেষবার ডেভিলিয়ার্স আইপিএলে খেলেন ২০২১ সালে শারজায় কেকেআর-এর বিরুদ্ধে।