কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে দেশকে ৩-০ সিরিজ জিতিয়ে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফিঞ্চের শেষ ওয়ানডে-তে অজিরা জিতল ২৫রানে। ফিঞ্চের শেষ ওয়ানডে-তে দুরন্ত সেঞ্চুরি করলেন স্টিভ স্মিথ। বেশ কঠিন পিচে ১২৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। তাঁর কেরিয়ারে এটাই মন্থরতম সেঞ্চুরি। তবে এই সেঞ্চুরিটা তাঁর কেরিয়ারের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে-তে এটা স্মিথের ১২তম ও আন্তর্জাতিক ক্রিকেটে ৪০তম সেঞ্চুরি। রবিবার কেইরান্সে ফর্মে ফিরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে স্মিথ করলেন ১৩১ বলে ১০৫ রান।
কেরিয়ারের শেষ ওয়ানডে-তে ফিঞ্চ ৫ রানে কিউই পেসার টিম সাউদির বলে বোল্ড হয়ে যান। ২০১৩ সালে মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে-তে অভিষেক হয়েছিল ফিঞ্চের। ২০১৫ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে ১৪৬টি ওয়ানডে খেলে ফিঞ্চ ৩৯ গড়ে ৫৪০৬ রান করেছেন। পাশাপাশি ফিঞ্চ ৯২টি আন্তর্জাতিক টি টোয়েন্টিও খেলেছেন। ২০১৮-তে শেষবার টেস্ট খেলে ছিলেন। মাত্র ৫টা টেস্ট খেলেই তাঁর পাঁচদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ হয়ে যায়। আরও পড়ুন-দাবাং লুকে ধোনি, দেখুন মাহির ভাইরাল ছবি
এদিন, স্মিথের সেঞ্চুরি, মার্নাস লাবুসচানে (৫২), আলেক্স কারি (৪২ অপরাজিত)-র সৌজন্য অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তুলেছিল ৫ উইকেটে ২৬৭ রান। জবাবে ব্যাট করতে নেমে ১১২ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল কিউইরা।
কেরিয়ারের শেষ ওয়ানডে ম্যাচে পরিবারের সঙ্গে ফিঞ্চ
Emotional moment for Aaron Finch, his family in the ground on his last ODI match. pic.twitter.com/xhY8VGuEn5
— CricketMAN2 (@ImTanujSingh) September 11, 2022
সেখান থেকে গ্লেন ফিল্পিস (৪৭), জিমি নিশাম (৩৬), মিচেল স্ট্যান্টনার (৩০) ভাল খেললেও ২৪২ রানে অল আউট হয়ে যায় কিউইরা। মিচেল স্টার্ক ৩টি ও ক্যামেরন গ্রিন-সিন অ্যাবট দুটি করে উইকেট নেন। জোস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা একটি করে উইকেট নেন। ফিঞ্চের শেষ ওয়ানডে-তে অজিরা জিতল ২৫রানে। ওয়ানডে- থেকে অবসর নিলেও আগামী মাসে অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ।