Aaron Finch (Photo: ANI)

আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অষ্ট্রেলিয়ান ব্যাটার অ্যারন ফিঞ্চ। ওয়ান ডে ক্রিকেটে গত বছরই নিজের অবসর ঘোষণা করেছিলেন ফিঞ্চ। এবার টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল থেকেও বিদায় নিলেন। টি টোয়েন্টি ফরমাটে অষ্ট্রেলিয়ান দলে সব থেকে বেশি সময় ধরে ক্যাপ্টেন হিসেবে তার নাম থেকে যাবে।টি টোয়েন্টির ইতিহাসে অষ্ট্রেলিয়ার সব থেকে সফলতম অধিনায়ক হিসেবে নাম থাকবে ফিঞ্চের। তবে টি টোয়েন্টি থেকে অবসর নিলেও বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগেডের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে।

টি টোয়েন্টি সফলতম খেলোয়াড় হলেও আর্ন্তজাতিভাবে ফিঞ্চের অভিষেক হয় ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সময়। আর্ন্তজাতিক কেরিয়ারে তাঁর সর্বমোট রানসংখ্যা ৮,৮০৪। ২০১৮ তে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে ৭৬ বলে ১৭২ রানের ঝোড়ো ইনিংস সর্বোচ্চ রান হিসেবে বিবেচিত হয়। এছাড়া ২০১৩ তে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ বলে ১৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় এখনও পর্যন্ত৫ টি টেস্ট, ১৪৬ টি ওয়ান ডে এবং ১০৩ টি টি টোয়েন্টি  অষ্টেলিয়ার হয়ে  খেলেছেন।