Team Australia (Photo Credits: Twitter/ ICC)

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর: একেবারেই ফর্মের মধ্যে নেই। চলতি বছর এখনই পাঁচবার শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। তাই আর হয়তো ওয়ানডে ক্রিকেটে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। অজি সংবাদমাধ্যমে প্রকাশ, আগামিকাল শনিবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন ফিঞ্চ। যে ফিঞ্চ  নভেম্বরে ৩৬ বছর পূর্ণ করবেন। কাল শনিবার কেইরেন্সে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ ওয়ানডে-তে নামছে অস্ট্রেলিয়া। সেটাই হয়তো ওয়ানডে-তে ফিঞ্চের দেশের হয়ে শেষ ম্যাচ হতে চলেছে। সিরিজে ২-০ এগিয়ে শনিবার কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছেন ফিঞ্চরা।

তার মানে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে নতুন অধিনায়কের নেতৃত্বে নামবে অজিরা। ২০১৩ সালে মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে-তে অভিষেক হয়েছিল ফিঞ্চের। ২০১৫ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি।  তবে আগামী মাসে নিজের দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপে ফিঞ্চই যে অজি দলের নেতৃত্বে থাকবেন তা অনেকটাই নিশ্চিত। আরও পড়ুন-ফের সেঞ্চুরি বিরাটের, চাপের মুখে দারুণ ইনিংস

গত বছর ফিঞ্চের নেতৃত্বেই প্রথমবার অধরা মাধুরী টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। ফিঞ্চের জায়গায় অস্ট্রেলিয়াকে ওয়ানডে-তে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে এখন সহ অধিনায়ক হিসেবে থাকা আলেক্স কারি-কে।

ক মাস আগে ঠিক এভাবেই ফর্ম হারিয়ে সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ইংল্যান্ডের ততকালীন অধিনায়ক ইয়ন মর্গ্যান।

গতকাল, বৃহস্পতিবার কিউইদের বিরুদ্ধে ০ রানে আউট হয়েছিলেন অজি অধিনায়ক। জিম্বাবোয়ের মত দুর্বল দেশের বিরুদ্ধে নিজেদের দেশে ফিঞ্চ দুটো ম্যাচে করেছিলেন মাত্র ১৬ রান। ওয়ানডে-তে গত সাতটা ইনিংসের মধ্যে তিনবার শূন্যতে আউট হয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে অজি অধিনায়ক। পাশাপাশি দু বছর ধরে ওয়ানডে-তে তাঁর সেঞ্চুরি নেই। ফর্মে না ফিরলে টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকেও তিনি অবসর নিতে পারেন বলে জল্পনা। দেশের হয়ে ১৪৫টি ওয়ানডে খেলে ফিঞ্চ ৩৯ গড়ে ৫৪০১ রান করেছেন। পাশাপাশি ফিঞ্চ ৯২টি আন্তর্জাতিক টি টোয়েন্টিও খেলেছেন। ২০১৮-তে শেষবার টেস্ট খেলেছেন। মাত্র ৫টা টেস্ট খেলেই তাঁর পাঁচদিনের ক্রিকেটে কেরিয়ার শেষ হয়ে যায়।