IND vs ENG 1st Test: লিডসে টিম ইন্ডিয়াকে পাল্টা দিচ্ছেন ব্রিটিশর ব্যাটাররা। ভারতের প্রথম ইনিংসে করা ৪৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে লড়ছেন ব্রিটিশ ওপেনার বেন ডাকেট (৫৪ অপরাজিত) এবং ওলি পোপ (৫৩ অপরািজত)। প্রথম ওভারে উইকেট খুইয়ে চাপে পড়ে যাওয়া ইংল্যান্ড এবার ঘুরে দাঁড়িয়েছে। চা বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর ১ উইকেটে ১০৭ রান। ওভার প্রতি প্রায় সাড়ে ৪ করে রান নিচ্ছেন ইংল্যান্ডের ব্যাটাররা। শুরুতেই জশপ্রীত বুমরার বলে জ্যাক ক্রাউলি (৪) আউট হওয়ার পর মনে হচ্ছিল ইংল্যান্ড চাপে আছে। কিন্তু এরপর ডাকেট-পোপ যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেলে অবিচ্ছিন্ন একশো রানের বেশি পার্টনারশিপ করে ফেললেন, তাতে পাল্টা চাপে পড়ার মত জায়গায় টিম ইন্ডিয়া। বুমরা দারুণ বল করলেও অন্যপ্রান্ত থেকে সাপোর্ট পাচ্ছেন না। মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণারা সুবিধা করতে পারছেন না। রবীন্দ্র জাদেজাও এখনও পর্যন্ত পিচ থেকে সুবিধা করতে পারেননি। দিনের শেষ সেশনে অন্তত ২-৩টি উইকেট তুলে নিতে না পারলে কাল, রবিবার লিডসে তৃতীয় দিনে চাপ নিয়ে নামতে হবে শুভমন গিলদের।
শেষ সেশনে অন্তত ২-৩টি উইকেট চাই ভারতীয় বোলারদের
টিম ইন্ডিয়ার বোলারদের শেষ সেশনে অন্তত আরও ২-৩টি উইকেট তুলতেই হবে। এরপরই নামবেন ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট। তারপর হ্যারি ব্রুক, বেন স্টোকস, জ্যামি স্মিথ। শেষের দিকে ক্রিস ওকসও বেশ কিছু রান যোগ করার ক্ষমতা রাখেন।
ভাল লড়ছেন ডাকেট-পোপ
A century stand from Duckett and Pope get England going after Bumrah’s first-over strike to remove Crawley - 107/1 at tea
Ball-by-ball: https://t.co/ShJazRewwb pic.twitter.com/WWcwW8ElBU
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 21, 2025
যশস্বী, গিল, পন্থের সেঞ্চুরি
লিডসে টিম ইন্ডিয়ার সেরা তিন ব্যাটারের তিনটি ঝকঝকে সেঞ্চুরি। এই তিনতারা সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ভারত করল ৪৭১ রান। অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে শুভমন গিলের (Shubhman Gill) স্মরণীয় ১৪৭,সহ অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) প্রত্যাবর্তনের ১৩৪ রান ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ১০১ রানের দুরন্ত ইনিংসে ভর করে লিডসে ভাল জায়গায় টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, লিডসে টেস্টে ক্রিকেটে পন্থের কেরিয়ারে এটি ৭ নম্বর, গিলের ৬ নম্বর ও যশস্বীর ৫ নম্বর সেঞ্চুরি। আর এই ৫-৬-৭ নম্বর সেঞ্চুরিটাই বিরাট কোহলি, রোহিত শর্মা পরবর্তী ভারতীয় টেস্ট ক্রিকেটের সূচনাটা বর্ণময় করে তুলল।