![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/Mazel-Paris-Alegado-380x214.jpg)
মেয়েটির বয়স মাত্র ৯ বছর। এখনও প্রাথমিক বিদ্যালয়েই পড়ে। তারই মধ্যে সোমবার হাংঝৌ এশিয়া গেমসের স্কেটবোর্ডের পার্ক বিভাগের ফাইনালে নেমে পড়ল ফিলিপন্সের খুদে অ্যাথলিট মাজেল পারিস আলেগাডো (Mazel Paris Alegado)। হাংঝৌয়ের কুইনটাং রোলার স্পোর্টস সেন্টারে স্কেটবোর্ডিংয়ের মেয়েদের ফাইনালে একটুর জন্য পিছিলে পড়ে যাওয়ায় শেষ অবধি পদক হাতছাড়া করে সপ্তম স্থানে শেষ করে ৯ বছরের মাজেল। পার্ক বিভাগের ফাইনালে মোট আটজন অংশ নিয়েছিল।
চলতি বছর মার্চে ৯ বছরে পা দেয় সে। আমেরিকায় বসবাস করা ফিলিপিন্সের মাজেই চলতি এশিয়ান গেমসে অংশ নেওয়া সবচেয়ে কম বয়সী অ্যাথলিট। সে এখন এতটাই ছোট, গেমসে ভিলজে তার জন্য অভিফিসিয়াল অভিভাবক নিয়োগ করেন আয়োজকরা।
ক্যালিফোর্নিয়া থেকে ফিরে পিসির বাড়িতে গিয়ে তার পিসতুতো দাদাকে দেখে তার স্কেটবোর্ডে আগ্রহ জন্মায়। ৭ বছর বয়েসে প্রথমবার এক জাতীয় স্তরের স্কেটবোর্ড টুর্নামেন্টে অংশ নিয়েই চমক দিয়ে সোনা জেতে মাজেল। এরপর একের পর এক ট্রায়ালে দারুণ করে এসিয়ান গেমসে ২০২৩-এ ইন্দোনেশিয়ার স্কেটবোর্ড দলে ৯ বছর বয়েসে ঢুকে পড়ে মাজেল।
দেখুন কী বলল মাজেল
“I'm so excited that I was able to skate in the Asian Games!" The youngest member of Team Philippines, 9-year-old skateboarder Mazel Paris Alegado, finished 7th in the women's park final. #Hangzhou #AsianGames #Skate #Skateboarding #HangzhouAsianGames @WorldSkate_news… pic.twitter.com/Cf17MSYl8v
— 19th Asian Games Hangzhou 2022 Official (@19thAGofficial) September 25, 2023
মাজেলের বিভাগে সোনা জিতল জাপানের ১৫ বছরের মেয়ে হিনানো কুসাকি।