Rahmat Shah. (Photo Credits: X)

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত জিম্বাবোয়েতেও চলছে বক্সিং ডে টেস্ট। আগামী ২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে বুলাওয়েতে হওয়া জিম্বাবোয়ে-আফগানিস্তান বক্সিং ডে টেস্টে রানের ছড়াছড়ি। টেস্টের তৃতীয় দিনে একটা উইকেটও পড়ল না। গত ১৫ বছরে টেস্ট ক্রিকেটে এই প্রথম ঘটনা ঘটল এই ঘটনা। তৃতীয় দিনের খেলা শুরুর সময় আফগানিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৯৫ রান। এরপর আজ খেলা শেষে আফগানদের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৪২৫ রান। তৃতীয় দিনের শেষে এই টেস্টে একটি ডবল সেঞ্চুরি সহ মোট পাঁচজন সেঞ্চুরি করে ফেলেছেন। তিনদিনে ১২টি উইকেট পড়েছে, আর হয়েছে মোট ১ হাজার ১১ রান। জিম্বাবোয়ে প্রথম ইনিংসে করে ৫৮৬ রান, জবাবে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে আফগানিস্তানের স্কোর দুই উইকেটে ৪২৫ রান।

শনিবার ডবল সেঞ্চুরি হাঁকালেন আফগানিস্তানের ব্যাটার রহমত শাহ। টেস্টে এক ইনিংসে আফগানিস্তানের সর্বোচ্চ রানের ইনিংস খেললেন রহমত। ২৩১ রানের ব্যাট করছেন রহমত। তাঁর সঙ্গে ১৪১ রানে অপরাজিত আছেন হসমাতুল্লা শাহিদি। ৬৪ রানে ২ উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের। দুই ওপেনার সিদিকুলিলা অটল (৩) ও আব্দুল মালিক ২৩) শুরুতে আউট হয়ে যান। সেখান থেকে তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য রেকর্ড ৩৬১ রানের পার্টনারশিপ করেন রহমত-হাসমাতুল্লা। জিম্বাবোয়ের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন সিন উইলিয়ামস (১৫৪), অধিনায়ক ক্রেগ এরভিন (১০৪) ও ব্রায়ান বেনেট (১১০)। পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন জিম্বাবোয়ের ওপেনার বেন কুরান (৬৮)।

দুরন্ত ডবল সেঞ্চুরি রহমত শাহ-র

আফগানিস্তান এখনও ১৬১ রান পিছিয়ে। পিচের যা হাল তাতে ড্রয়ের পথে এগোচ্ছে জিম্বাবোয়ের বক্সিং ডে টেস্ট। সঙ্গে আগামী দু'দিনে আরও কত সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, এমনকী ট্রিপল সেঞ্চুরিও হয় কি না সেটা দেখার।