মুম্বই, ২৯ ডিসেম্বরঃ পুত্র সন্তানের কামনায় দুই কন্যা সন্তানের জন্ম হয়েছে। তৃতীয়বারও স্ত্রী জন্ম দিলেন মেয়ে সন্তানের। ক্রোধের বশে স্ত্রীকেই জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের (Maharashtra) পারভনি জেলায় রোমহর্ষক ঘটনা।
বৃহস্পতিবার রাতে মুম্বই (Mumbai) থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে গঙ্গাখেদ নাকা গ্রামে কুন্ডলিক উত্তম কালের (৩২) বিরুদ্ধে নিজের স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে। স্ত্রীয়ের অপরাধ, পরপর তিন বার তিনি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। স্ত্রী ময়না পুত্র সন্তানের জন্ম দিতে না পারায় গায়ে পেট্রোল ঢেলে তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী উত্তমের বিরুদ্ধে।
মৃত মহিলার বোন থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তাঁর দিদি জামাইবাবুর তিন কন্যা সন্তান ছিল। ছেলে না হওয়ার জন্যে ময়নার সঙ্গে হামেশাই ঝগড়া অশান্তি করতেন উত্তম। কটূ কথা শোনাতেন। বৃহস্পতিবার রাতেও সেই নিয়েই ফের অশান্তি বাধে দম্পতির মধ্যে। বাগবিতণ্ডার মাঝে আচমকাই পেট্রোল এনে ময়নার গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন উত্তর। গায়ে আগুন নিয়ে প্রচণ্ড যন্ত্রণায় তীব্র আর্তনাদ করে ঘর থেকে বেরিয়ে আসেন ময়না। তাঁর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। আগুন নেভেনোর চেষ্টা করেন সকলে মিলে। আগুন যখন গিয়ে নেভে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মারাত্মকভাবে দগ্ধ হন ময়না। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
গঙ্গাখেদ থানার এক আধিকারিক জানিয়েছেন, নিহত মহিলার বোনের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত উত্তরকে গ্রেফতার করা হয়েছে। খুনের অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।