৪৩ বছর বয়সে পেশাদার টেনিসে মাস্টার্স ১০০০-এর খেতাব জিতে বড় নজির গড়লেন ভারতের তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে পুরুষদের ডবলসের ফাইনালে বিশ্বের এক নম্বর জুটি উইসলে কুলহোফ-নিল স্কুপস্কিকে ৬-৩, ২-৬, ১০-৮ হারিয়ে খেতাব জেতেন রোহন বোপান্না- অস্ট্রেলিয়ার ম্যাথু এবদেন।
চলতি বছর সানিয়া মির্জাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে উঠেছিলেন বোপান্না।
দেখুন ছবিতে
The oldest Masters 1000 Champion EVER
43-year-old @rohanbopanna makes history at #TennisParadise! pic.twitter.com/7KALkndyjq
— Tennis TV (@TennisTV) March 19, 2023
গ্র্যান্ডস্লামের পর মাস্টার্স ১০০০ (Masters 1000) খেতাবই পেশাদার টেনিসে সবচেয়ে বড় টুর্নামেন্ট। রোহন বোপান্নাই এখন পেশাদার টেনিসে মাস্টার্সের খেতাব জয়ী বেশী বয়স্ক খেলোয়াড়।