Rohan Bopanna with partner Édouard Roger-Vasselin. (Photo Credits: Twitter)

৪৩ বছর বয়সে পেশাদার টেনিসে মাস্টার্স ১০০০-এর খেতাব জিতে বড় নজির গড়লেন ভারতের তারকা রোহন বোপান্না (Rohan Bopanna)। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে পুরুষদের ডবলসের ফাইনালে বিশ্বের এক নম্বর জুটি উইসলে কুলহোফ-নিল স্কুপস্কিকে ৬-৩, ২-৬, ১০-৮ হারিয়ে খেতাব জেতেন রোহন বোপান্না- অস্ট্রেলিয়ার ম্যাথু এবদেন।

চলতি বছর সানিয়া মির্জাকে নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসের ফাইনালে উঠেছিলেন বোপান্না।

দেখুন ছবিতে

গ্র্যান্ডস্লামের পর মাস্টার্স ১০০০ (Masters 1000) খেতাবই পেশাদার টেনিসে সবচেয়ে বড় টুর্নামেন্ট। রোহন বোপান্নাই এখন পেশাদার টেনিসে মাস্টার্সের খেতাব জয়ী বেশী বয়স্ক খেলোয়াড়।