লন্ডন, ২৯ জুন: ১৯৯৭ সালে প্রথম উইম্বলডনে ( Wimbledon 2021) খেলতে নেমেছিলেন। এখন ২০২১। ২৪ বছর পরেও সেই একই মেজাজে মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস (Venus Williams)। ১৯৯৭ থেকে ২০২১- বিশ্বে কত বদল ঘটে গিয়েছে, টেনিসে কতজন এসেছেন, গিয়েছেন। অনেকটা পাল্টে গিয়েছে টেনিস। কিন্তু পাল্টেননি তিনি। সেই জেদ, সেই স্ট্যামিনা ধরে রেখে ৪১ বছর বয়েসে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে উঠলেন ভেনাস। ২০১৮ সালের পর এই প্রথম উইম্বলডনে নামেন সেরেনা উইলিয়ামসের তারকা দিদি ভেনাস। আজ, মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস ৭-৫, ৪-৬, ৬-৩ হারান রোমানিয়ার মাহিলা বাউজারনেস্কুকে। এটি হল উইম্বলডনে ভেনাসের ৯০তম জয়। আরও পড়ুন:
41 years old and she's still out here fighting 💪@venuseswilliams gets her first #Wimbledon singles victory since 2018 to reach the second round pic.twitter.com/hNidu4FYGO
— Wimbledon (@Wimbledon) June 29, 2021
এবার নিয়ে মোট ২৩ বার উইম্বলডনে নামলেন ৪১ বছরের ভেনাস। চোটের কারণে দীর্ঘদিন না খেলায় এক সময়ের এক নম্বর খেলোয়াড় এখন Ranking-এ ১১১ নম্বরে নেমে গিয়েছেন। তবে ভেনাস ১০টা এস, ৩৩টা উইনার যেভাবে মারলেন তাঁতে তাঁকে এখনও বাছাই খেলোয়াড়ই মনে হল।
দ্বিতীয় রাউন্ডে এবার ভেনাস খেলবেন তিউনেশিয়ার ২১ নম্বর বাছাই ওনস জাবেউর-এর বিরুদ্ধে। প্রথম আরবি মহিলা হিসেবে গ্র্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনাল খেলার নজির গড়া ওনস জাবেউর প্রখম রাউন্ডে সুইডেনের সহজেই রেবেকা পেটারসনকে হারান ৬-১, ৬-২।