গুজরাতে অনুষ্ঠিত হতে চলেছে ৩৬তম জাতীয় গেমস (36th National Games) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 29 সেপ্টেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি( Narendra Modi) স্টেডিয়ামে জাতীয় গেমস ২০২২ এর আনুষ্ঠানিক সূচনা করবেন। ২৯ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ছ'টি শহরে ( গুজরাত, আমেদাবাদ, গান্ধিনগর, ভাবনগর, রাজকোট, সুরাত এবং ভদোদরায়) খেলাগুলি অনুষ্ঠিত হবে ৷ জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বেশ কয়েকজন বলিউড তারকা এবং বিখ্যাত খেলোয়াড়রা। তবে উদ্বোধনী পর্বের আগেই আহমেদাবাদে সবরমতি নদীর উপরে জাতীয় গেমস উপলক্ষ্যে হয়ে গেল একটি ড্রোন শো, যার মাধ্যমে দেখানো হল অলিম্পিকে ভারতের কৃতিত্বের নিদর্শন। তাছাড়াও গুজরাটের মানচিত্র, জাতীয় গেমস ২০২২ এর লোগো এবং প্রধানমন্ত্রী মোদিকেও ওই ড্রোন শো থেকে স্বাগত জানানো হয়।
Glimpses of drone show in Ahmedabad as the city prepares for the National Games 2022 opening ceremony 😍#NationalGames2022 | #36thNationalGames pic.twitter.com/F8AB6SMKCX
— DD Sports - National Games 2022 🇮🇳 (@ddsportschannel) September 29, 2022
উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমেদাবাদ সবরমতী রিভারফ্রন্টে সেই জাঁকজমকপূর্ণ ড্রোন শো এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেখুন সেই ছবি-
Last night Ahmedabad was lit 🔥 #NationalGames2022 https://t.co/Bjfgl5dXY5
— DD Sports - National Games 2022 🇮🇳 (@ddsportschannel) September 29, 2022