FIDE World Cup Final (Photo Credit: X@narangnitin)

মহিলাদের বিশ্বকাপ দাবায় ফাইনালে উঠে ইতিহাস তৈরি করেছিলেন ১৯ বছরের দাবাড়ু দিব্যা দেশমুখ। এবার স্বদেশীয় কোনেরু হাম্পিকে হারিয়ে চৌষট্টি খোপের বিশ্বকাপ ফাইনালে (2025 FIDE Women's World Cup) নয়া কৃতিত্ব অর্জন করলেন আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ। গত শনিবার ও রবিবার ফাইনালের দু’টি গেম ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সোমবার টাইব্রেকেও হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। প্রথম র‍্যাপিড গেম শেষ হয় অমীমাংসিত ভাবে। তবে দ্বিতীয় গেমে বাজিমাত করেন দিব্যা। কালো ঘুঁটি নিয়ে খেলেও বর্তমানে ভারতের এক নম্বর মহিলা দাবাড়ু হাম্পিকে হারিয়ে দেন তিনি। দুই গেম মিলিয়ে ম্যাচের ফল হয় ১.৫-০.৫।

হাম্পিকে হারিয়ে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ।

দেশমুখের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬৩। তাঁর সর্বোচ্চ রেটিং ২৫০১। গত বছরের অক্টোবরে এই পয়েন্ট অর্জন করেছিলেন তিনি। ২০২১ সালে দিব্যা ভারতের ২১তম মহিলা গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা। ২০২২ সালের মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ওই বছরেই দাবা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জয়ী হয়েছিলেন। এর আগে ২০২০ সালের FIDE অনলাইন অলিম্পিয়াডে ভারতের স্বর্ণপদক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন দিব্যা।