2024's ICC Men’s ODI Cricketer of the Year: আফগান ক্রিকেটের পতাকা তুলে ওয়ানডে ক্রিকেটে আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার আজমাতুল্লা ওমরঝাই (Azmatullah Omarzai)। ব্যাটে-বলে অবিশ্বাস্য পারফম করে ওমরঝাই জিতলেন বর্ষসেরা পুরস্কার। ২০০৪ সাল থেকে শুরু হওয়া আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বিভাগে এই প্রথম কোনও আফগানিস্তানের ক্রিকেটার পুরস্কার জিতলেন। শ্রীলঙ্কার হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ডকে টপকে ওমরঝাই বাজিমাত করলেন।
গত বছর ৫০ ওভারের ক্রিকেটে ওমরঝাই ১৪টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৪১৭ রান (ব্যাটিং গড় ৫০.১২) ও বল হাতে ১৭টি উইকেট (বোলিং গড় ২০.৪৭) নেন। ২৪ বছরের ওমরঝাইয়ের দুরন্ত পারফরম্যান্সে ভর করে ২০২৪ সালে আফগানিস্তানমোট চারটি ওয়ানডে সিরিজ জিতেছিল। আফগানরা ৫০ ওভারের সিরিজে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডকে। ২০২৪ সালের প্রথম ওয়ানডে-তে ওমরঝাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৯ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন। তাঁর ৫০ বলে ৮৬ রানের বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ওয়ানডে-তে জিতে ঐতিহাসিক সিরিজ জিতেছিলেন রশিদ খানরা।
ওয়ানডে-র পাশাপাশি টি-২০-তেও বেশ সফল ওমরঝাই। ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগগুলিতেও তিনি বেশ সফল। এবারর আইপিএলের মেগা নিলামে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছে পঞ্জাব কিংস। প্রসঙ্গত, গতবার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন বিরাট কোহলি।
বর্ষসেরা ওমরঝাই
Azmatullah Omarzai has asserted himself as one of the most versatile white-ball players in the world by taking out 2024's ICC Men’s ODI Cricketer of the Year 💪 pic.twitter.com/vjCPBIMFDC
— ICC (@ICC) January 27, 2025
এখনও পর্যন্ত আইসিসি-র বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বিভাগে ভারতের ৩ জন (ধোনি, কোহলি, রোহিত), দক্ষিণ আফ্রিকা (এবি ডেভিলিয়ার্স, ডি কিক), অস্ট্রেলিয়া (মাইকেল হাসি, ম্যাথু হেডেন) ও ইংল্যান্ডের ২জন করে, পাকিস্তান (বাবর আজম), শ্রীলঙ্কা (কুমারা সাঙ্গাকারা) ও আফগানিস্তান (ওমরঝাই)-এর একজন করে পুরস্কার পেয়েছেন।