কলকাতা, ১১ জুন: কাবুলিওয়ালার দেশের বিরুদ্ধে আজ, শনিবার এশিয়ান কাপ ফুটবলের মূলপর্বে ওঠার লড়াইয়ে নামছে ভারত। কাম্বোডিয়ার বিরুদ্ধে সুনীল ছেত্রীর জোড়া গোলে জয়ের রেশ নবিয়ে ভরা যুবভারতীতে টগবগে হয়েই নামছে টিম ইন্ডিয়া। এই ম্যাচে জিতলে আগামী এশিয়ান কাপের মূলপর্বে খেলার প্রশ্নে অনেকটাই এগিয়ে যাবেন সুনীলরা।
প্রথম ম্যাচে হংকংয়ের কাছে ১-২ গোলে হেরেছিল আফগানিস্তান। ফলে ভারতের কাছে হারলেই আগামী বছর এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ হবে আফগানদের। হংকং এদিন দিনের প্রথম ম্যাচে খেলবে কাম্বোডিয়ার বিরুদ্ধে। ভারতের শেষ ম্যাচ প্রতিপক্ষ হংকং, মঙ্গলবার ১৪ জুন। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা করা যাবে।
কবে, কখন, কোথা থেকে এশিয়ান কাপে শুরু হবে ভারত-আফগানিস্তান ম্যাচ
২০২৩ এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারত বনাম আফগানিস্তান ম্যাচ শনিবার, ১১ জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত ৮.৩০টায়।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ
স্টার স্পোর্টস এইচডি/এসডি চ্যানেলে সরাসরি রাত ৮.৩০টা থেকে সরাসরি দেখা যাবে খেলা।
অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে কীভাবে সরাসরি দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টার-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।