একেবারে রিচা রিচ। গতকাল, রবিবার কেপটাউনে পাকিস্তানের বিরুদ্ধে ২০ বলে ৩১ রানের দারুণ ইনিংস খেলে ভারতকে দারুণ জয় এনে দেওয়ার পর রিচা ঘোষের নিলামে রেকর্ড দর উঠল। শিলিগুড়ি থেকে ভারতীয় মহিলা দলে নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে খেলা রিচা ঘোষ মেয়েদের আইপিএলের নিলামে ১ কোটি ৯০ লক্ষ টাকায় বিক্রি হলেন। বিরাট কোহলির ফ্র্যাঞ্চাইজি দলে এবার স্মৃতি মন্ধনাদের দলে উইকেটকিপার-ব্যাটার হিসেবে দেখা যাবে রিচাকে।
সোমবার মুম্বইয়ে মহিলাদের আইপিএল নিলামে উইকেটকিপার-ব্যাটার রিচাকে রেকর্ড অর্থে কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ক মাস আগেই মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন রিচা। এখন শিলিগুড়ির ১৯ বছরের মেয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে ব্যস্ত। ২০২০ সালে মাত্র ১৬ বছর বয়সে ভারতের মহিলা জাতীয় দলে স্থান পান। এর মধ্যেই দেশের হয়ে ১৭টি ওয়ানডে ও ৩১ টি টোয়েন্টি খেলে সাড়া ফেলে দিয়েছেন রিচা।
শিলিগুড়ির ১৯ বছরের রিচাই ছিলেন এবারের আইপিএল নিলামে উইকেটকিপারদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ। শেষ অবধি হাইপ্রোফাইল দল গড়া আরসিবি-ই কিনল রিচাকে। গতকাল, রবিবার টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর নেপথ্য নায়িকাকে রিচা খেলবেন স্মৃতি মন্ধনা, এলসি পেরিদের সঙ্গে একই দলে। আরও পড়ুন-২০২৫ সালের মধ্যে কলকাতায় তৈরি হচ্ছে দ্বিতীয় ইডেন গার্ডেন্স, কোথায় জানুন
দেখুন টুইট
Attacking ✅
Finisher ✅
She is a Keeper, literally 😍🔥
Welcome to RCB, Richa Ghosh! 🤩#PlayBold #WeAreChallengers #WPL2023 #WPLAuction #NowARoyalChallenger pic.twitter.com/M76oxuKP2Z
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 13, 2023
বাংলা থেকে জাতীয় দলে খেলা স্পিনার-অলরাউন্ডার দীপ্তি শর্মার নিলামে দর উঠল ২ কোটি ৬০ লক্ষ টাকা। দীপ্তিকে কিনল ইউপি ওয়ারিয়র্স।
দেখুন মহিলাদের আইপিএলে আরসিবি-র দল কতটা শক্তিশালী হল
World class opener - Mandhana.
World class All-rounder - Perry.
World class bowler - Renuka.
World class WK batter - Richa Ghosh.
RCB on fire, they have great core so far!!
— CricketMAN2 (@ImTanujSingh) February 13, 2023
পুরুষদের মত মহিলাদের আইপিএলেও একেবারে মহাতারকা খচিত দল গড়ার পথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মহিলাদের প্রথম আইপিএলের নিলামের সবচেয়ে বেশী আকর্ষণীয় দুই ক্রিকেটারকেই দলে নিল RCB। নিলামে সবচেয়ে বেশী দর উঠল ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধনার। বেস প্রাইসের প্রায় সাত গুণ দাম পেলেন স্মৃতি। স্মৃতি মন্ধনাকে ৩.৪ কোটি টাকায় কিনল আরসিবি। স্মৃতির পাশাপাশি অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার এলসি পেরিকেও নিলামে কিনল বেঙ্গালুরু। ও পেরিকে ১.৭ কোটিতে কিনল আরসিবি। বিরাট কোহলির মত ১৮ নম্বর জার্সি পরে খেলবেন স্মৃতি। অন্যদিকে, ভারতীয় মহিলা দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌরকে ১.৮ কোটি টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ন্স। স্মৃতি, হরমনপ্রীতদের বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা।
মুম্বইয়ে চলছে মহিলাদের প্রথম আইপিএলের নিলাম। মোট ২৪৩ জন ভারতীয় সহ বিশ্বের মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিয়ে চলছে এই নিলাম। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি আছে নিলামে। প্রতিটি দল ১২ জন ভারতীয় সহ সর্বোচ্চ মোট ১৮ জন ক্রিকেটার কিনতে পারবে। অন্তত ১৫জন ক্রিকেটারকে কিনতেই হবে।