Bodhana Sivanandan. (Photo Credits:X)

দাবার বোর্ডে ইতিহাস গড়ল ১০ বছরের খুদে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ দাবা প্রতিভা বোধানা শিবানন্দন। ইউরোপিয়ান ক্লাব কাপের মহিলা বিভাগে তিনি হারালেন প্রাক্তন মহিলা বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার মারিয়া মুজিচুককে। দাবার প্রাক্তন কোনও বিশ্বচ্যাম্পিয়নকে হারানো বিশ্বের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় হওয়ার নজির গড়ল ১০ বছরের কিশোরী বোধানা। ২০১৫ সালে লন্ডনে জন্ম বোধানার। তাঁর বাবা-মা তামিলনাড়ুর তিরুচিরাপল্লির বাসিন্দা। ২০২০ সালের লকডাউনের সময় ৫ বছর বয়সে দাবা শেখা শুরু করে, আর এখন সে ইংল্যান্ডের আন্তর্জাতিক দাবা খেলোয়াড় এবং ফিডে মাস্টার (WFM) খেতাবধারী।

দারুণ ছকে জয়

৩৩ বছর বয়সী ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার মারিয়া মুজিচুকের ফিডে রেটিং ২৪৮৫, আর বোধানার রেটিং ২২০৫। অর্থাৎ দু’জনের মধ্যে প্রায় ২৮০ পয়েন্টের পার্থক্য। কিন্তু সিসিলিয়ান ডিফেন্সে বোধানা সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে দারুণ আক্রমণাত্মক চাল দেন। বিশেষজ্ঞদের মতে, তাঁর ২০তম চাল Nd5। ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট, যা প্রতিপক্ষকে প্রতিরক্ষায় নামতে বাধ্য করে। শেষ পর্যন্ত বোধানা সম্পূর্ণ নির্ভুল খেলে জয় ছিনিয়ে নেন।

১০ বছরের বিষ্ময় প্রতিভা বোধানা

১০ বছর বয়েসে গ্র্যান্ডমাস্টার হয়ে নজির

চলতি বছর জুলাইয়ে ফ্রান্সের ডোলে ট্রফিতে বোধানা মহিলাদের গ্র্যান্ডমাস্টার (WGM) নর্ম অর্জন করে। মাত্র ১০ বছর বয়েসে গ্র্যান্ডমাস্টার হয়ে তিনি চিনের হৌ ইফানের রেকর্ড ভেঙে দেয়, যে ২০০৫ সালে ১১ বছর বয়সে এই সাফল্য অর্জন করেছিল।