Wimbledon 2025: পেশাদার টেনিসের সবচেয়ে বড় ও ঐতিহ্যের গ্র্যান্ডস্লাম উইম্বলডনে পুরুষ ও মহিলাদের সিঙ্গলসে খেলতে দেখা যাবে না কোনও ভারতীয়কে। উইম্বলডনের সিঙ্গলসের মূলপর্বে ওঠার কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডে ইতালির গিউলিও জেপ্পেরির কাছে ২-৬,৬-৪, ২-৬ হেরে যান সুমিত নাগাল (Sumit Nagal)। আর তাতেই উইম্বলডন সিঙ্গলসের মূলপর্বে নাগালের বাইরে চলে গেল ভারতের। আগামী সোমবার, ৩০ জুন থেকে শুরু হতে চলা উইম্বলডন টেনিস গ্র্যান্ডস্লামের সিঙ্গলসে থাকছেন না কোনও ভারতীয়। প্রথম ভারতীয় হিসেবে দুবার উইম্বলডনের সিঙ্গলসে খেলার সুযোগ হাতছাড়া হল সুমিতে নাগালের। প্রসঙ্গত, গত বছর উইম্বলডনে (Wimbledon Meb's Singles 2024)-র মূলপর্বে খেলেছিলেন সুমিত নাগাল। গতবারই পাঁচ বছর পর কোনও ভারতীয়কে উইম্বলডনের সিঙ্গলসে খেলতে দেখা গিয়েছিল। সুমিত অবশ্য প্রথম রাউন্ডেই হেরেছিলেন। এখন সিঙ্গলসে ভারতীয় টেনিসের নীলমণি সুমিত নাগাল এবার যোগ্যতাই অর্জন করতে পারলেন না।
লিয়েন্ডার সহ যে ৭জন ভারতীয় উইম্বলডন সিঙ্গলসের মূলপর্বে খেলেছেন
প্রসঙ্গত, গত ২৫ বছরে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন মোট ৬ জন ভারতীয়- লিয়েন্ডার পেজ (২০০০), প্রকাশ অমৃতরাজ (২০০৮), সোমদেব দেববর্মন (২০০৯), ইউকি ভামরি (২০১৫), প্রাজনেশ গুণেশ্বরণ (২০১৯) ও সুমিত নাগাল (২০২৪)। তবে উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসে এখনও পর্যন্ত কোনও ভারতীয় প্রথম রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি। তবে মহিলাদের সিঙ্গলসে সানিয়া মির্জা সেটা করতে পেরেছিলেন।
সানিয়ার পর মহিলাদের টেনিসেও বড় শূন্যতা, পুরুষদের টেনিসে সাফল্য শুধুই জুটিতে
মহেশ ভূপতি, রোহন বোপান্নাদের সাফল্য শুধু ডবলস কিংবা মিক্সড ডবলসে সীমাবদ্ধ। আর সানিয়া মির্জার পর আর কোনও ভারতীয় মহিলা খেলোয়াড় গ্র্যান্ডস্লাম সিঙ্গলসের মূলপর্বে খেলার ধারেকাছে আসতে পারেননি। 2005-11 সালের মধ্যে সানিয়া মোট সাতবার উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের মূলপর্বে খেলেন। ১১টি ম্যাচ খেলে জেতেন ৪টি-তে। তবে উইম্বলডনের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি।