(Photo Credits: Getty Images)

মুম্বই, ১৬ মে: দেশের খেলা থাকলেও, দিল্লি ক্যাপিটলসের হয়ে আইপিএলে যোগদান নিয়ে আর কোনও সমস্যা থাকল না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)-এর। এবারের আইপিএলে খেলার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB)-র ছাড়পত্র পেয়ে গেলেন মুস্তাফিজুর। শনিবার শারজায় দেশের হয়ে UAE-র বিরুদ্ধে টি-২০ খেলেই, রবিবার দিল্লিতে চলে আসছেন বাংলাদেশের পেসার। চলতি আইপিএলে লিগ পর্যায়ে দিল্লির শেষ তিনটি ম্যাচেই মুস্তাফিজুর-কে পাচ্ছে দিল্লি।  গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে একটি ম্যাচে ৪ উইকেটের স্পেল সহ মোট ১৪টি উইকেট নিয়েছিলেন বাংলাদেশের তারকা পেসার।

স্টার্ক না ফেরায় মুস্তাফিজুরের ওপর আশা রয়েছে দিল্লির

অজি ব্যাটার-অলরাউন্ডার জ্যাক ফ্রেজার-ম্যাকগুর্কের Jake Fraser-McGur)-র পরিবর্তে বাংলাদেশের পেসার মুস্তাফিজুরকে দলে নিয়েছিলেন অক্ষর প্যাটেল-রা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তাঁকে আইপিএলে খেলার ছাড়পত্র দেয় কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। বোর্ডের ছাড়পত্র পেয়ে রবিবাই অক্ষর প্যাটেলদের শিবিরে যোগ দিচ্ছেন মুস্তাফিজুর। আরও পড়ুন-নিরাপত্তা কারণে ছাড়লেন পিএসএল? পাকিস্তান ছেড়ে গুজরাট টাইটান্সের শিবিরে কুশল মেন্ডিস

দিল্লিকে এখন বাকি তিনটি ম্যাচেই জিততে হবে

অজি তারকা পেসার মিচেল স্টার্ক আর ভারতে ফিরছেন না। ফলে স্টার্কের পরিবর্তে এবারের আইপিএলে বাকি ম্যাচগুলিতে মুস্তাফিজুর রহমান-কে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে দিল্লি (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)। প্লে অফে উঠতে গেলে দিল্লিকে লিগ পর্বে তাদের শেষ তিনটি ম্যাচ জিততে হবে। দিল্লির শেষ তিনটি ম্যাচ গুজরাট (রবিবার), মুম্বই (বুধবার )ও পঞ্জাবের ( ২৪ মে)-র বিরুদ্ধে।

মুস্তাফিজুরকে আইিপিএলে খেলার ছাড়পত্র বিসিবি-র

বাংলাদেশের এখন কী কী খেলা রয়েছে

শনিবার থেকে বাংলাদেশ ক্রিকেট দল শারজায় ইউএই-র বিরুদ্ধে দুই ম্যাচে টি-২০ সিরিজে খেলতে নামছে। এই সিরিজে বাংলাদেশের স্কোয়াডে নাম আছে মুস্তাফিজুরের। তবে আইপিএলে সুযোগ মেলায় লিটন দাসের দল থেকে মুস্তাফিজুরকে ছাড়ল বিসিবি। এররপর আগামী ২৫ মে থেকে পাকিস্তানে গিয়ে সীমিত ওভারের সিরিজে নামবে বাংলাদেশ।