Cristiano Ronaldo Jr. (Photo Credits: X)

বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)-র ঠিক ২৪ বছর পর পর্তুগালের (Portugal) জার্সিতে ছেলের অভিষেক হল। আজ, মঙ্গলবার ক্রোয়েশিয়ায় আয়োজিত এক জুনিয়র ফুটবল টুর্নামেন্টে পর্তুগাল অনুর্ধ্ব ১৯ (Portugal's Under-15s) জাতীয় দলের হয়ে খেলতে নামল ক্রিশ্চিয়ানো রোনাল্ডা জুনিয়র (Cristiano Ronaldo Jr)। দেশের জার্সিতে অভিষেক ম্যাচে প্রতিপক্ষ জাপানের বিরুদ্ধে নজর কাড়ল রোনাল্ডোর ছেলে। ছেলের অভিষেক ম্যাচের পর রোনাল্ডোর সোশ্যাল মিডিয়ায় বার্তা,'গর্বিত বাবা'।

পরিবর্ত হিসেবে নামে রোনাল্ডো জুনিয়র

১৪ বছরের রোনাল্ডো জুনিয়রের অভিষেক ম্যাচে পর্তুগাল অনুর্ধ্ব ১৫ দল ৪-১ গোলে হারাল জাপানের ছোটদের। ম্যাচের ৫৩ মিনিটে পরিবর্ত খেলোয়াড় হিসেবে বাবার মত ৭ নম্বর জার্সি পরে নামে রোনাল্ডো জুনিয়র। তখন পর্তুগাল জুনিয়র দল ৩-০ এগিয়ে ছিল।

রোনাল্ডোর গর্বিত পোস্ট

২৪ বছর আগে রোনাল্ডোর অভিষেক হয়েছিল

ছোট রোনাল্ডোর ঠাকুমা মারিয়া দোলোরেস (Maria Dolores) মাঠে খেলা দেখতে হাজির ছিলেন। ২০০১ সালে পর্তুগাল অনুর্ধ্ব ১৫ জাতীয় দলের হয়ে অভিষেক হয় রোনাল্ডোর। এরপর তাঁর সিনিয়র জাতীয় দলের হয়ে অভিষেক হয় ২০০৩ সালের ২০ অগাস্ট, কাজকাস্তানের বিরুদ্ধে।