IPL 2022: রাজস্থানের জয়ে প্লে অফের আশায় বড় ধাক্কা কলকাতার, ষোলো কলা পূর্ণ সঞ্জুদের
Sanju Samson (Photo Credits: IANS)

মুম্বই, ১৫ মে: আরও একটা দল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ধরাছোঁয়ার বাইরে চলে গেল। রবিবার ব্রাবোর্নে স্টেডিয়ামে লখনৌ সুপার জায়েন্টসে ২৪ রানে হারিয়ে ১৬ পয়েন্টে পৌঁছে গেল রাজস্থান রয়্যালস। নেট রানরেটে লখৌনকে পিছনে ফেলে দু নম্বরে উঠে এল রাজস্থান। গুজরাট টাইটান্স (১৩ ম্যাচে ২০ পয়েন্ট, লখনৌ সুপার জায়েন্টস (১৩ ম্যাচে ১৬),-র পর রাজস্থান রয়্যালস (১৩ ম্যাচে ১৬)ও প্লে অফে ওঠা কার্যত নিশ্চিত হল। আগামিকাল, সোমবার পঞ্জাব-দিল্লি ম্যাচে যারাই জিতুক তারা এক ম্যাচ বাকি থাকতে ১৪ পয়েন্টে পৌঁছে যাবে। যেখানে বুধবার লখনৌ-কে হারালে কলকাতা লিগের খেলা শেষ করবে ১৪ পয়েন্টে। ফলে লখৌনয়ের বিরুদ্ধে এদিন রাজস্থানের জয়টা প্লে অফের লড়াইয়কে আরও কঠিন করে তুলল, পাশাপাশি নাইটদের ঘরের মাঠে প্লে অফ খেলার স্বপ্নে বড় ধাক্কা দিল।

এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস করে ৬ উইকেটে ১৭৮ রান। রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল (২৯ বলে ৪১ রান) দারুণ খেলেন। দেবদূত পাদিক্কাল (২৪ বলে ৩৯), অধিনায়ক সঞ্জু স্যামসন (২৪ বলে ৩২)-ও ভাল খেলেন। তবে রান পাননি জোস বাটলার (৬ বলে ২)। আরও পড়ুন: Thomas Cup 2022: চক দে ইন্ডিয়া, ইন্দোনেশিয়াকে হারিয়ে এই প্রথম থমাস কাপে সোনা ভারতের

জবাবে ব্যাট করতে নেমে কখনই লড়াইয়ে ছিলেন না লোকেশ রাহুলরা। লখৌনয়ের টপ থ্রি-ক্যুইন্টন ডি কক (৭), লোকেশ রাহুল (১০), আয়ুশ বাদোনি (০) শুরুতেই ফিরে যান। ২৯ রানে ৩ উইকেট হারানো লখনৌকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন দীপক হুডা (৩৯ বলে ৫৯)। তবে শেষ অবধি রাজস্থান সহজেই ম্যাচ জিতে নেয়। শেষ অবধি ৮ উইকেটে লখনৌ করে ১৫৪ রান।

লিগের শেষ ম্যাচে বুধবার লখনৌ খেলবে কলকাতার বিরুদ্ধে। অন্যদিকে, শুক্রবার রাজস্থানের শেষ ম্যাচের প্রতিপক্ষ চেন্নাই।