আমেরিকার (US) সংস্কৃতি বা পশ্চিমী সংস্কৃতিকে যদি আপন করতে না পারেন, তাহলে তৃতীয় বিশ্বের (Third World Country) দেশে চলে যান। জোরহান মামদানিকে (Zohran Mamdani) এভাবেই কটাক্ষ করলেন আমেরিকার এক সাংসদ। ব্রান্ডন গিল নামে আমেরিকার এক লমেকার। নিজের সোশ্যাল হ্যান্ডেলে আমেরিকার লমেকার ব্র্যান্ডন বলেন, মামদানি পশ্চিমী সংস্কৃতিকে আপন করতে না পারলে সোজা তৃতীয় বিশ্বের দেশে চলে। ব্র্যান্ডনের ওই মন্তব্যের পর তাঁকে জোরদার কটাক্ষ করা হয় নেটিজেনজের একাংশের তরফে। হাত দিয়ে খেলেই যে তাঁকে পিছিয়ে পড়া বর্গের মানুষ হিসেবে ধরা একেবারেই উচিত নয় বলে অনেকে মন্তব্য করেন। কেউ কেউ বলতে শুরু করেন, তিনি যখন ভারতে আসেন, সেই সময় তিনিও হাত দিয়ে খাবার খান। আর এর মধ্যে তৃতীয় বিশ্বের দেশে ফিরে যাওয়ার কোনও বিষয় নেই বলে ব্রান্ডনকে পালটা কটাক্ষ করেন বহু মানুষ। এদিকে নিউ ইয়র্কের মেয়র পদে যদি জোরহান মামদানি জিতে যান, তাহলে তিনি ফান্ড বন্ধ করে দেবেন বলে হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। শুধু তাই নয়, জোরহান মামদানিকে যেমন দেখতে তেমনি তাঁর বুদ্ধি। এমন কথা বলেও ভারতীয় বংশোদ্ভুদকে কটাক্ষ করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে।
দেখুন জোরহান মামদানিকে কীভাবে কটাক্ষ করলেন ব্র্যান্ডম গিল...
Civilized people in America don’t eat like this.
If you refuse to adopt Western customs, go back to the Third World. https://t.co/TYQkcr0nFE
— Congressman Brandon Gill (@RepBrandonGill) June 30, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)