প্রকাশ্যে বাসে লাথি মারা হচ্ছে। অশ্লীল গালিগালাজ চলছে। করা হচ্ছে কুরুচিপূর্ণ ইঙ্গিতও। প্রকাশ্যে রাস্তার উপর যেভাবে মহিলা বাস চালককে অপমান করা হচ্ছে, সেই ছবি দেখে আঁতকে উঠবেন আপনিও। তবে এটি পাকিস্তান বা বাংলাদেশের চিত্র নয়। এমনই একটি ছবি ধরা পড়েছে ইউরোপে (Europe)। তাও আবার স্পেনে (Spain)। যেখানে উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশ করা এক অভিবাসীকে (North African Migrant) দেখা যায়, অশ্লীল সব অঙ্গভঙ্গি করে মহিলা বাস চালককে গালিগালাজ করতে। বাস ভাঙতে উদ্যত হয় ওই যুবক। জানা যায়, ওই মহিলা বাস চালককে (Female Driver) যৌনতার প্রস্তাব দেয় ওই যুবক। যা শোনা মাত্রই তিনি প্রত্যাখান করেন। মহিলা বাস চালক যৌনতার প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ওই যুবক ক্ষিপ্ত হয়ে চিৎকার, চেঁচামেচি জুড়ে দেয়। এরপর বাসে লাথি মেরে গালিগালাজ করতে শুরু করে সে। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়। ভাইরাল হতে শুরু করে ভিডিয়োও (Viral Video)। পাশাপাশি ইউরোপ যে মহিলাদের জন্য আর নিরাপদ নয়, তেমন মন্তব্য করেন বহু মানুষ।
দেখুন সেই ছবি যেখানে মহিলা বাস চালককে গালিগালাজ করতে দেখা যায় আফ্রিকার এক অভিবাসীকে...
TERRIFYING: A North African migrant tries to break in and abuse a female bus driver in Spain after she refused his sexual advances.
Women are no longer safe in Europe. pic.twitter.com/vtuz9gGL3l
— Dr. Maalouf (@realMaalouf) June 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)