ফের ভয়াবহ ঘটনা ঘটে গেল ইউরোপের (Europe)। এবার ভারতীয় রেস্তোরাঁয় (Indian Restaurant) আগুন জ্বালিয়ে দেওয়া হল। লন্ডনের কাছে যে ভারতীয় (Indian) রেস্তোরাঁ রয়েছে অ্যারোমা নামে, সেখানেই ধরিয়ে দেওয়া হয় আগুন। যে রেস্তোরাঁয় আঘাতের পরপরই সেখান থেকে জ্বলন্ত অবস্থায় এক ব্যক্তিকে বেরোতে দেখা যায়। ভয়াবহ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। যেখানে লন্ডনের ভারতীয় রেস্তোরাঁর বাইরে জ্বলতে দেখা যায় ওই ব্যক্তিকে।
কে বা কারা ওই হামলা চালায়, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে মুখ ঢেকেই ওই হামলাকারীরা লাঠিসোটা নিয়ে এগিয়ে যায় ভারতীয় রেস্তোরাঁর কাছে। এরপরই সেখানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। ভারতীয় রেস্তোরাঁয় হামলার পরই সেখান থেকে জ্বলন্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে দেখা যায় এক ব্যক্তিকে।
সম্প্রতি লন্ডন-সহ ইউরোপের একাধিক জায়গায় ভারতীয়দের উপর হামলা, অত্যাচারের ঘটনা বাড়তে শুরু করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি ঘটনা।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যেখানে আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ভারতীয় রেস্তোরাঁয়...
Indian Restaurant FIREBOMBED in "Arson Attack" - 🏴 CCTV Shows Man Fleeing ON FIRE!
A suspected arson attack at Indian Aroma in Ilford - near London - has left three people fighting for their lives. Footage from the scene shows a group, with their faces covered, pouring liquid… pic.twitter.com/P588q3xScM
— RT_India (@RT_India_news) August 24, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)