মঙ্গলবার সিডনিতে ভারতীয় বংশোদ্ভূতদের এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে 'বস' বলে অ্যাখা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার মার্কিন অ্যাম্বাসাডর এরিক গারসেট্টি (Eric Garcetti) মোদী বন্দনায় মাতলেন। মোদী সরকারের প্রাইভেট সেক্টরের উন্নতির লক্ষ্যে নীতি এনেছে তাঁর বড় প্রশংসা করেন মার্কিন অ্যাম্বাসডর. তিনি বলেন, ভারতের দায়িত্ব সুন্দর হাতে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে দাঁড়িয়ে তিনি বলেন, আপনি এবং আপনার প্রশাসন পাবলিক সেক্টের, প্রাইভ সেক্টরে যে রূপান্তর ঘটানো পদক্ষেপ নিয়েছে, তাতে ভারত এগিয়ে যাবে অনেকটা। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে মোগদীর নেতৃত্বে ভারতের
এরপরই এরিক গারসেট্টি মোদীকে নিয়ে ফিল্মি কায়দার সংলাপে বলেন, ভারতে কোনও ফাইভ জি নয়, সিক্স জি নয়, আছেন শুধু গুরুজি। আগামী ২২ জুন মার্কিন সফরে গিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসবেন।
দেখুন ভিডিয়ো
US Ambassador To India Eric Garcetti Hails PM Narendra Modi’s Leadership.#TNShorts pic.twitter.com/swl7l9EiUM
— TIMES NOW (@TimesNow) May 23, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)