দেশে ফাইভ জি প্রযুক্তির টেলিকম পরিষেবা চালুর পর এবার নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় টেলি যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) জানালেন, "সিক্স জি পরিষেবার প্রোটোকল বা আনুষ্ঠানিক আচরণবিধি নিয়ে আলোচনা চলছে। তবে এর জন্য সময় লাগবে। ২০২৭ সালে বিশ্ব রেডিয়ো কমিউনিকেশন সম্মেলনে ৬জি-র প্রোটোকোল চূড়ান্ত হবে। আমরা আশা করছি এই প্রোটোকল যখন চূড়ান্ত হবে, পেটেন্ট নেওয়াদের মধ্যে ভারত ১০ শতাংশ অধিগ্রহণ করবে। সিক্স জি-তে পেটেন্ট নেওয়ার আবেদন জমা করার বিষয়ে আমরা দুনিয়ার প্রথম ৬টি দেশের মধ্যে আছি।"সব ঠিক থাকলে ভারতে ২০২৯ থেকে ৬জি পরিষেবা চালু হতে পারে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ভারতে ২০২২ সালের পয়লা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে ফাইভ জি পরিষেবা চালু হয়। দেশের ৭৮৩টি জেলার মধ্যে ৭৭৯টি জেলায় ফাইভ জি পরিষেবা চালু হয়েছে। ভারতে এখন ২৫ কোটি ফাইভ জি ব্যবহারকারী আছেন বলে দাবি।
দেখুন কী বললেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
#WATCH | Delhi | Union Minister Jyotiraditya Scindia says, "The protocols for 6G are under discussion. That will take its time. At the World Radio Communications Conference 2027, those protocols will be finalised. We hope that when those protocols are finalised, which will… pic.twitter.com/D9cTrwV4fY
— ANI (@ANI) May 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)