ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ফিলিপিন্স (Philippines Earthquake)। শুক্রবার সকালে ৭.৬ মাত্রার কম্পনে দুলে ওঠে ফিলিপিন্স। যার জেরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৭.৬ মাত্রার কম্পনে নড়ে ওঠে ফিলিপিন্সের ডাভাও ওরিয়েন্টাল। যার জেরে হু হু করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। প্রবল কম্পনের জেরে ডাভাউ শহরের মাপাউ স্কুলে যে কম্পন দেখা দেয়, তার জেরে হু হু করে ছড়াতে শুরু করে আতঙ্ক। ফিলিপিন্সে ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। ফলে ফিলিপিন্সের পাশাপাশি থাইল্যান্ডের সমুদ্রেও বড় বড় আকারের ঢেউ আছড়ে পড়তে শুরু করে। দেখা যায় এমন ভিডিয়োও।
সম্প্রতি রাশিয়ার কামছাটকে প্রদেশ কেঁপে ওঠে প্রবল কম্পনে। কামছাটকায় কম্পনের প্রভাবে আমেরিকা, জাপানে আছড়ে পড়তে শুরু করে সুনামির ঢেউ। কামছাটকা প্রদেশের কম্পনের পর আমেরিকার হাওয়াই এবং ক্যালিফোর্নিয়া উপকূলে ঢেউ আছড়ে পড়ে। অন্যদিকে জাপানেও সুনামির জলোচ্ছ্বাস দেখা যায়।
আর এবার ফিলিপিন্সের কম্পনের পরও দেখা গেল সুনামির জলোচ্ছ্বাস...
7.6 Magnitude Earthquake Hits Offshore Davao Oriental, Triggers Tsunami Alerts
Watch the scary visuals from Mapua School in Davao City, Philippines, during the earlier magnitude 7.6 earthquake. #earthquake #Tsunami pic.twitter.com/4Qe191ZZpy
— Sumit (@SumitHansd) October 10, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)