আফ্রিকায় এক অজানা জ্বরে বহু মানুষের আক্রান্ত, তারপর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই অজানা জ্বরকে করোনা ভাইরাসের থেকেও ঘাতক বলে মনে করা হচ্ছে। আফ্রিকার গরীব দেশ ডিআর কঙ্গোর কোয়াঙ্গো প্রদেশে এই অজানা জ্বরের দাপট সবচেয়ে বেশী। গত কয়েক দিনের মধ্যে কঙ্গোর দক্ষিণ পশ্চিমরে ছোট্ট শহর পানজিতে অজানা জ্বরে ১৪৩ জন মারা গিয়েছেন। মহিলা ও শিশুরাই বেশী আক্রান্ত হচ্ছেন। এই অজানা জ্বর এলে রোগীর মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা এতটাই যে রোগী আর্তনাদ করে মাঝেমাঝে জ্ঞান হারাচ্ছেন। সঙ্গে অসম্ভব জ্বর। সাধারণ ফ্লু থেকে আক্রান্ত হলে যেসব উপসর্গ দেখা যায়, সেগুলিও থাকছে।
কী কারণে এই জ্বর আসছে তা বুঝতে পারছেন না ডাক্তাররা। কঙ্গোর স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো একেবারেই দুর্বল হওয়ায় অজানা জ্বর দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রয়জোনীয় ওষুধ, ডাক্তার কিছুই মিলছে না।
দেখুন খবরটি
An unknown disease killed 143 people in Democratic Republic of the Congo's southwestern province in November. Infected people had flu-like symptoms, including high fever and severe headaches, Remy Saki, deputy governor of Kwango province, and Apollinaire Yumba, provincial… pic.twitter.com/9J6rsYkjbM
— The Citizen Tanzania (@TheCitizenTz) December 3, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)