খালিস্তানি জঙ্গি হরদীপ সিংয়ের খুনের ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলতে শুরু করেছে কানাডা । হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে বলে অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী । যদিও তা নস্যৎ করে দেওয়া হয় দিল্লির তরফে । নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগের যে অভিযোগ করা হচ্ছে, তা অযৌক্তিক বলে জানিয়ে দেয় বিদেশ মন্ত্রক। হরদীপের মৃত্যুর ঘটনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ যখন চড়তে শুরু করেছে, সেই সময় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আমেরিকার পাশাপাশি নির্জ্জরের খুনের ঘটনায় চিন্তিত অস্ট্রেলিয়াও । বিষয়টি তাঁরা নজরে রেখেছেন বলে জানানো হয় অস্ট্রেলিয়ার তরফে । অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর ভাল বন্ধু । জি ২০ সম্মেলনেও তাঁর সঙ্গে কথা হয়েছে । বিষয়টি তাঁরা নজরে রেখেছেন বলে জানান অ্যান্থনি অ্যালবানিজ ।
#WATCH | Australian PM Anthony Albanese says, "...Well, I do have discussions with Prime Minister Trudeau but one of the things that I do, unlike my predecessor, I don't send out text messages, I keep those discussions confidential. Justin Trudeau is a friend of mine, he's a fine… pic.twitter.com/Gbxjwr7DaX
— ANI (@ANI) September 20, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)