ইউরেনিয়ানম (Uranium) মজুদ এবং তার সমুদ্ধকরণের প্রক্রিয়া চলবে। ইজরায়েল (Israel) এবং আমেরিকার (US) যৌথ হামলার মাঝে ঘোষণা করলেন ইরানের (Iran) উপবিদেশমন্ত্রী। তিনি বলেন, ইরান নিজের কাজ করবে। ইরান কী করবে, সেটা অন্য কেউ বলতে পারে না। ইরান কী করবে না করবে, তা বলার অধিকার অন্য কারও নেই বলে স্পষ্ট জানান ইরানের (Israel-Iran War) এই মন্ত্রী। অর্থাৎ পরমাণু কেন্দ্রে হামলার পরও যে ইরানে কোনওভাবে আমেরিকাকে ভয় পাচ্ছে না, তা স্পষ্ট করে দেন তেহরানের প্রতিনিধি। ইজরায়েল এবং ইরানের যুদ্ধের মাঝে সম্প্রতি তেহরানের (Tehran) তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। যেখানে ইসফাহানের মত অতি গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম ভাণ্ডারও রয়েছে। মার্কিন যুদ্ধ বিমান ইরানের পরমাণু কেন্দ্রের উপর বোমা ফেলে। ফলে প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের অংশ। ইজরায়েলকে সঙ্গ দিতেই ইরানের পরমাণু কেন্জ্র বোমা ফেলতে শুরু করে ট্রাম্প বাহিনী।
কেউ থামাতে পারবে না ইরানকে, বললেন সে দেশের মন্ত্রী...
Iran’s Deputy Foreign Minister says uranium enrichment will continue, declaring, “No one has the right to tell us what to do.” pic.twitter.com/FE4helRyqE
— Open Source Intel (@Osint613) June 23, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)