ইজরায়েল (Israel), হেজবুল্লা (Hezbollah) যুদ্ধের জেরে উত্তপ্ত লেবানন (Lebanon)। হেজবুল্লা জঙ্গিদের খোঁজে দক্ষিণ লেবাননে একের পর এক হামলা শুরু করেছে ইজরায়েল। ইজরায়েলের বোমারু বিমান লেবাননে একটানা হামলা শুরু করলে, সে দেশে বসবাসকারী ভারতীয়দের (Indian) সতর্ক করে দিল্লি (Delhi)। ইজরায়েলের সঙ্গে হজবুল্লার দ্বন্দ্বে ভারতীয়রা যাতে কোনওভাবে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সতর্ক করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। এবার ভারতে থাকা লেবাননের রাষ্ট্রদূতের তরফে কিছুটা স্বস্তির বার্তা দেওয়া হয়। লেবাননের রাষ্ট্রদূত জানান, লেবাননে এই মুহূর্তে ৩ থেকে ৪ হাজার ভারতীয় নাগরিক রয়েছেন। যে ভারতীয় নাগরিকরা লেবাননে রয়েছেন, তাঁরা প্রত্যেক সুস্থ। ফলে লেবাননে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয়ে দিল্লি কোনও আলোচনা তাঁদের সঙ্গে করেনি বলে জানান রাব্বি নারশ। লেবাননের মানুষের জন্য ত্রাণ পাঠানো শুরু করেছে ভারত। লেবানেন যুদ্ধ শুরুর পর থেকেই তাঁদের দেশকে ভারত উদ্বিগ্ন। ফলে লেবাননকে যাতে সবদিক থেকে সাহায্য করা যায়, দিল্লি সেই প্রচেষ্টা শুরু করেছে বলে দূতাবাসের তরফে জানানো হয়।
আরও পড়ুন: Israel and Lebanon Conflict: অশান্ত লেবানন,আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ল বাড়ি, দেখুন ভিডিয়ো
লেবাননে থাকা ভারতীয়দের নিয়ে কী জানাল দূতাবাস...
#WATCH | Delhi | On Indian nationals in Lebanon and the UNIFIL contingent, Lebanon's Ambassador to India, Dr Rabie Narsh says," We have about 3000-4000 Indian nationals residing in Lebanon currently. They are safe. We are making sure they remain safe. So far there has been no… pic.twitter.com/bjyMAUxxep
— ANI (@ANI) October 7, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)