জাপানের কিউশিতে শিনমোয়াদা আগ্নেয়গিরি (Shinmoedake Volcano) জেগে উঠল। স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ সিনমোয়াদা আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে শুরু করে। ভূপৃষ্ঠ থেকে ২২ হাজার ফুট উঁচুতে দেখা যায় কালো ছাইয়ের মেঘ। সাম্প্রতিককালে এত ভয়াবহ আগ্নেয়গিরির সক্রিয়তা দেখা যায়নি জাপানে। আগ্নেয়গিরি জেগে ওঠার ঘটনায় মিয়াঝাকি ও কাগোশিমা প্রদেশে যান চলাচল ব্যাহত হয়েছে, বেশ কয়েকজন স্থানীয়দের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এই আগ্নেয়গিরির ক দিন আগে ২২ জুন ছোট অগ্নুৎপাত হয়েছিল। সেই অগ্নুৎপাতের পর সেখানে ৫.৫ মাত্রার ভূমিকম্প ও ছোটমাপের শতাধিক কম্পন হয়েছিল। ২০১১ সালে শেষবার সিনমোয়াদা আগ্নেয়গিরিতে বড় অগ্নুৎপাত হয়েছিল। অবাক করা কথা হল, ১৯৯ সালে জাপানের এক মাঙ্গা (কার্টুন)শিল্পী রায়ো তাসুকি বলেছিলেন, ২০২৫ সালে এই আগ্নেয়গিরি জেগে উঠে বড় ক্ষতি করবে। সেই ভবিষ্যতবাণী অনেকটাই মিলে গেল।
দেখুন শিনমোয়াদা আগ্নেয়গিরি জেগে ওঠার ভিডিও
Huge erupt of the Shinmoedake volcano in Kyushu, Japan 🇯🇵 (06.07.2025) pic.twitter.com/jSqqJA84SU
— Disaster News (@Top_Disaster) July 6, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)