বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ তথা বাদাবনের অন্যতম সুন্দরবন।১৯৯৭ সালে ইউনেসকো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।  ইউনেসকো'র স্বীকৃতির পরে তা আরও বেশি করে পর্যটকদের, দেশ-বিদেশের পড়ুয়া-গবেষকদের মনোযোগ আকর্ষণ করে সুন্দরবন। সেই সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গণসচেতনতা তৈরির লক্ষ্যে সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে কয়েক বছর ধরেই। আজ, ১১ ডিসেম্বর সুন্দরবন জুড়ে পালন করা হবে সুন্দরবন দিবস।

সুন্দরবন রক্ষার শপথ নিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনে থাকা ১৩টি ব্লকে দিনটি পালন করা হবে । মূল অনুষ্ঠানটি হবে সাগরের রুদ্রনগর কৃষক বাজারে। এই অনুষ্ঠানের উদ্বোধক সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।সুন্দরবন উন্নয়ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও থাকছে নানান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। থাকছে সুন্দরবন বিষয়ক প্রদর্শনী। প্রশাসনিক ভাবে সুন্দরবন দিবস পালনের নির্দেশ থাকে জেলা কর্তৃপক্ষের উপর। নির্দেশানুসারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে সুন্দরবনের ১৯টি ব্লকে এই দিবস পালন করা হয়। তার মধ্যে ১৩টি দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই দিনে স্থানীয় ছাত্রছাত্রীদের দিনটির বিষয়ে সচেতন করা হয়।

 

@eimuhurte

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)