সন্দীপ ঘোষের (Sandi Ghosh) এক ঘনিষ্ঠর বাড়িতে পৌঁছে গেল ইডি। শুক্রবার সকালেই আরজি করের প্রাক্তন অধ্যক্ষের ঘনিষ্ঠর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা পৌঁছে যান। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠর হাওড়ার বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছন, সেই সময় আরজি করের (RG Kar) প্রাক্তন অধ্যক্ষর বাড়ির গেট খুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা প্রবেশ করতে পারেননি। বাড়ি তালা বন্ধ থাকায়, গোটা চত্ত্বর সিআইএসএফ জওয়ানরা ঘিরে ফেলেন। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ইডি। বর্তমানে সন্দীপ সিবিআই হেফাজতে রয়েছেন। শুক্রবার তাঁর দায়ের করা মামলার শুনানিও রয়েছে সুপ্রিম কোর্টে। এসবের মধ্যেই এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং তাঁর ঘনিষ্ঠর বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান।
আরও পড়ুন: RG Kar Case: Sandip Ghosh-এর বাড়িতে পৌঁছে গেল ইডি, পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা
সন্দীপ ঘোষের ঘনিষ্ঠর বাড়িতে ইডির তল্লাশি...
#WATCH | Howrah, West Bengal: Enforcement Directorate raid underway at the residence of former principal of Kolkata's RG Kar Medical College Sandip Ghosh's close aide. ED had registered a case of PMLA in the financial irregularities case. Ghosh is presently in the custody of CBI pic.twitter.com/1uQpHULTb5
— ANI (@ANI) September 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)