Kaliganj By Election Result 2025: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গণনার সময় বোমায় আঘাতে ৯ বছরের বালিকার মৃত্য়ু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নবম শ্রেণির ছাত্রীর বোমার আঘাতে মৃত্যু নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। ভবিষ্যতে আগামী দিনে ভোটের বিজয় মিছিল নিয়ে গাইডলাইন ও সতর্কতার কথা ভাবছে কমিশন। এদিকে এই ইস্য়ুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বোমার আঘাতে হত মেয়েটির পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন শুভঙ্কর সরকার।

কালীগঞ্জে তৃণমূল প্রার্থী উপ নির্বাচন জেতার যে শংসাপত্র পেয়েছেন তা মৃতা মেয়েটির জীবনের বিনিময়ে এসেছে বলে ক্ষোভ উগড়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এই কারণে কালীগঞ্জে তৃণমূলের জয়ী প্রার্থীর শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল করারও দাবি জানিয়েছেন তিনি। কালীগঞ্জের ঘটনা প্রমাণ করল বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এমন দাবিও করেন শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন করেন, দেশের বিভিন্ন জায়গায় উপ নির্বাচন হল, কিন্তু কোথাও কোনও রক্ত ঝরল না। শুধু আমাদের রাজ্যেই এত দুর্ভাগ্যজনক ঘটনা, মৃত্য়ু হল। ভোট গণনা শেষ হওয়ার আগেই বিজয় উতসব শুরু করে দিয়েছিল ওরা।"

দেখুন কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)