আজ থেকে শুরু হল ২০২৬ এর উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেমিস্টার পদ্ধতিতে ওএমআর সিটে MCQ টাইপ প্রশ্নে এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৬০ হাজার। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীদের সংখ্যা প্রায় ৭৯ হাজার ৫৮২ জন বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের হার ৪৩.৯৭ শতাংশ। ছাত্রীদের হার ৫৬.০৩ শতাংশ।

আজ  (৮ তারিখ) থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ২২ তারিখ পর্যন্ত। সকাল ১০ টা থেকে ১১ টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। সংগীত দৃশ্যকলা ও বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা চলবে দশটা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত। গোটা রাজ্যে মোট ১২২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্য বছরের মতো এবছরও বাংলা ইংরেজি হিন্দি ও অলচিকি এই চার ভাষায় প্রশ্নপত্র হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বরের পরে মার্চে ফের উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। দু'টি পরীক্ষার প্রাপ্ত নম্বরের যোগফলেই উচ্চমাধ্যমিকের ফাইনাল রেজাল্ট দেওয়া হবে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)