দীর্ঘদিন ধরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসের মুখ তিনি। সম্প্রতি ফের রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করেছে দল। সেই ডেরেক ও'ব্রায়েন এবার কলকাতায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে গরহাজির থাকছেন। ডেরেক জানালেন, তিনি ১৯ বছরে এই প্রথম দলের কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। ডেরেক টুইটের মাধ্যমে জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দিল্লিতে থাকতে বলেছেন সংসদ অধিবেশনে যোগ দিতে। আর তাই তিনি ১৯ বছরের মধ্যে এই প্রথম কলকাতায় দলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে থাকতে পারছেন না।

প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশের প্রথম দিনে রাজ্যসভায় ডেরেকের বক্তব্য দেশজুড়ে ঝড় ওঠে।ক দিন আগে দল তাঁকে আরও একবার রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত করেছে। ডেরেক ও'ব্রায়েন দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের মুখ। এখন আবার INDIA হওয়ার পর ডেরেকের দায়িত্ব আরও বে়ড়েছে। দেখুন শহিদ দিবসের লাইভ আপডেট সরাসরি

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)