আরজি কর (RG Kar Protest) কাণ্ড ও রাজ্যে মহিলা সুরক্ষায় গাফলতির প্রতিবাদে আজ, শুক্রবারও পথে বিজেপি-র নেতা, নেত্রী, কর্মী-সমর্থকরা। এদিন রাজ্যে বিজেপির মহিলা কর্মীরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে সোচ্চার হলেন। বিজেপির বিধায়ক তথা নেত্রী অগ্নিমিত্রা পাল বললেন, " আমরা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের ভূমিকা দেখে স্তম্ভিত। রাজ্য মহিলা কমিশন আর কোনও রাজ করছে না। অথচ ওদের মাইনে, সুযোগ সুবিধা সবই আমাদের করের টাকায় চলছে, কিন্তু রাজ্যে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা, নির্মমতা চললেও এরা আওয়াজ তুলছে না। এদের কাজ শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর স্তাবকতা করা, চাটুকারের ভূমিকা পালন করা।"আর এরই প্রতিবাদে এদিন রাজ্য মহিলা কমিশনের অফিসের বাইরে প্রতীকী তালা ঝুলিয়ে দিল বিজেপির মহিলা শাখার নেত্রী-কর্মীরা।
শুক্রবার দুপুরে করুণাময়ী মেট্রোতে বিক্ষোভ দেখান বিজেপির মহিলা মোর্চার নেত্রীরা। তাঁদের হটাতে আসে পুলিশ বাহিনী। কার্যত টেনে হিঁচড়ে মহিলাকর্মীদের সরায় পুলিশ। যে কারণে মেট্রো চত্বরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এদিন দুপুরে করুণাময়ী থেকে সিটি সেন্টার পর্যন্ত এই কর্মসূচি হবে। তারপর সেখান থেকে রাজ্য মহিলা কমিশন দফতর ঘেরাও তালাবন্ধ কর্মসূচি চলবে। যোগ দেন অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেত্রীরা। বিজেপি সূত্রের খবর, হাইকোর্টের অনুমতি নিয়েই চলছে এই ধর্না কর্মসূচি। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
দেখুন কীভাবে রাজ্য মহিলা কমিশনের বাইরে বিক্ষোভ দেখাল বিজেপির মহিলা মোর্চা
#WATCH Kolkata: BJP MLA Agnimitra Paul says, "The overall women leadership of BJP has put a symbolic lock here (on the West Bengal Women's Commission office) today because the Women's of West Commission of West Bengal does not do any work. Their salaries and facilities are being… pic.twitter.com/OATepEOhVY
— ANI (@ANI) August 30, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)