মাইক্রো-ব্লগিং প্লাটফর্ম টুইটার থেকে আজ থেকেই সরে যাবে ব্লু-টিক, এমনটাই জানিয়েছেন টুইটারের সিইও ইলন মাস্ক। স্বাভাবিকভাবেই মাস্কের এই পদক্ষেপ হতাশ করেছে টুইটারের ব্লু টিক ব্যবহারকারীদের। মাস্ক আগেই জানিয়েছিলেন ২০ এপ্রিল থেকে 'লিগ্যাসি ব্লু টিক মার্ক' অর্থাৎ টুইটারে যাচাইকৃত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দেওয়া হবে। এতদিন এই বিশেষ চিহ্ণ দেখেই কোন ট্যুইটার ব্যবহারকারী আসল তা বুঝতে পারতেন অন্যরা। তবে যারা টুইটার ব্লু-এর সদস্য তারাই এটি রাখতে পারবেন।তাই কোন ব্যবহারকারী যদি নিজের টুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক ধরে রাখতে চান, তাহলে তাকে টুইটার ব্লু-এর সদস্যপদ নিতে হবে। সিইও ইলন মাস্ক বলেছেন যে ব্যবহারকারীরা অর্থ প্রদান করবেন না তারা ব্লু টিক সুবিধা পাবেন না।
Tomorrow, 4/20, we are removing legacy verified checkmarks. To remain verified on Twitter, individuals can sign up for Twitter Blue here: https://t.co/gzpCcwOXAX
Organizations can sign up for Verified Organizations here: https://t.co/YtPVNYypHU
— Twitter Verified (@verified) April 19, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)