ইলন মাস্কের টুইটার-কে টেক্কা দিতে মাইক্রোব্লগিং সাইট আনার কথা আগেই ঘোষণা করেছিলেন মেটা-র সিইও মার্ক জুকেরবার্গ। গতকাল, রাতে মাস্ক টুইটারের সীমা বাঁধার পর ইউজারদের মধ্য়ে ক্ষোভ তৈরি হয়েছে। টুইটার ইউজারদের ক্ষোভকে কাজে লাগিয়ে মেটা নিয়ে তাদের মাইক্রো ব্লগিং সাইট 'থ্রেডস'।
টুইটারকে টেক্কা দেওয়ার লক্ষ্যে আসা মেটার 'থ্রেড' এখন গুগল প্লে স্টোরেও পাওয়া যাচ্ছে। ইনস্টগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে থ্রেডস-এ লগ ইন করা যাচ্ছে। আসছে সাজেশনও। জানুয়ারি থেকে 'প্রজেক্ট ৯২'নাম দিয়ে টুইটার-এর প্রতিযোঘী থ্রেড ডেভলপ করা হচ্ছে। এখনও কিছুটা কাজ বাকি আছে। তারই মধ্যে প্লে স্টোরে মিলছে মেটার থ্রেডস।
দেখুন টুইট
Meta's #Twitter competitor, #Threads, briefly appeared on the Google Play Store. According to the screenshots, Instagram's Twitter-like blue checkmarks will also be available in the new application. pic.twitter.com/wDILTITzy5
— IANS (@ians_india) July 2, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)