গত ৮ ডিসেম্বর ওমানের মাস্কাটে মহিলা হকি জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে চিনের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল বাংলাদেশ দল। তখনই মনে করা হয়েছিল, ভারতের কাছেও কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বেন তাঁরা। গতকালের ম্যাচে সেটাই হল। এক ডজনেরও বেশি গোলে হারতে হল বাংলাদেশ মহিলা দলকে। ১৩-১ এর বড় ব্যবধানে এই জয় নিশ্চিত করেছে ভারতীয় দল । ভারতের পক্ষে মমতাজ খান চারটি দুর্দান্ত গোল করেন, কণিকা সিওয়াচ এবং দীপিকাও হ্যাটট্রিক করেন। এছাড়াও মনীষা, বিউটি ডুংডুং এবং সহ-অধিনায়ক সাক্ষী রানাও দ্বিতীয় আর তৃতীয় কোয়ার্টারে গোল করে ভারতীয় দলের ব্যবধান আরও বাড়িয়ে দেন। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন ১২ মিনিটে অর্পিতা পাল। সেই একটি গোল শেষ ছাড়া টিম ইন্ডিয়ার মহিলা ব্রিগেডের জালে বল জড়াতে পারেনি বাংলাদেশের ছোটরা।
ভারত তাদের খেতাব রক্ষা এবং চিলির সান্তিয়াগোতে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে আজ তাদের পরবর্তী গ্রুপ খেলায় মালয়েশিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়।
🇮🇳 ⚡️Team India thrashed Bangladesh with a huge margin of 13-1 in #WomensJuniorAsiaCup24 at Muscat in Oman. pic.twitter.com/0y6A54Dv3d
— All India Radio News (@airnewsalerts) December 9, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)