আগামী ১২ অগস্ট অনুষ্ঠিত হতে চলা ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনে অংশ নিতে পারবেন না ব্রিজভূষণ সিং এবং তাঁর ছেলে করণ প্রতাপ। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিবাদী কুস্তিগীরদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, ব্রিজভূষণের পরিবারের কাউকে নির্বাচনে লড়তে দেওয়া হবে না। তবে ব্রিজ ভূষণের জামাই এবং বিহারের কুস্তির সভাপতি বিশাল প্রতাপ সিংহকে এই তালিকায় রাখা হয়েছে। যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণকে এবং তাঁর পারিবারিক সদস্য হিসেবে তাঁর পুত্রকে সরিয়ে প্রেম কুমার মিশ্র ও সঞ্জয় সিংকে সরিয়ে উত্তর প্রদেশ কুস্তি সংস্থার প্রতিনিধি করা হয়েছে। এ ছাড়া যেসব সদস্য বিদ্যমান রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে যুক্ত নন, তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে এ তালিকায়। প্রাক্তন কুস্তিগীর অনিতা শেওরান, যিনি যৌন হেনস্থার মামলার অন্যতম সাক্ষী, তিনি হরিয়ানার বাসিন্দা হলেও ওড়িশা থেকে তালিকায় জায়গা করে নিয়েছেন। BCCI New ODI Jersey Photo-Shoot: নয়া একদিবসীয় জার্সিতে ভারতীয় দল, দেখুন বিসিসিআই প্রকাশিত ভিডিও
According to the WFI Constitution, only members of the state executive can be part of the electoral college for the elections 👀#Wrestling #WFI #BrijBhushanSharanSingh #InsideSport pic.twitter.com/fvYYvraPTp
— InsideSport (@InsideSportIND) July 26, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)