Richa Ghosh Stadium Siliguri: সম্প্রতি মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষকে সংবর্ধনা দেয় সিএবি। বিশ্বজয়ের সম্মানে শিলিগুড়ির মেয়ে রিচাকে পুলিশের উচ্চপদে চাকরি দেয় বাংলার সরকার। আর এবার উত্তরবঙ্গ থেকে আরও অনেক চ্যাম্পিয়নদের তুলে আনতে রিচা ঘোষের নামে স্টেডিয়াম তৈরির কথা কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির চাঁদমুনিতে ২৭ একর জমির ওপর রিচার নামিঙ্কিত স্টেডিয়ামটি তৈরি করবে পশ্চিমবঙ্গ সরকার।

রিচা ঘোষকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'বঙ্গভূষণ'প্রদান করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি শিলিগুড়ির বিশ্বজয়ী ক্রিকেটারকে পশ্চিমবঙ্গ পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পদে নিয়োগের ঘোষণাও করা হয়েছে।

কদিন আগেই সিএবির আয়োজিত সংবর্ধনা সভায় ইডেন গার্ডেন্সে রিচার গলায় ‘বঙ্গভূষণ’ মেডেল পরিয়ে দিয়েছিলেন। পাশাপাশি সিএবি-র পক্ষ থেকে রিচাকে ৩৪ লক্ষ টাকার চেক, সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হয়।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)