জার্মানিতে আয়োজিত জুনিয়র বিশ্বকাপে ( Germany) সোনা জিতলেন ভারতের দুই শ্যুটার তেজস্বিনী (Tejaswani)। সোমবার মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতে তেজস্বিনী। চলতি জুনিয়র বিশ্বকাপে ভারতের এটি তৃতীয় সোনা ও ১১তম পদক। এই সোনার সুবাদে পদক তালিকায় চিনকে পিছনে ফেলে শীর্ষে উঠে গিয়েছে ভারতীয় জুনিয়র শ্য়ুটিং দল। এখন পর্যন্ত ভারত এই বিশ্বকাপ থেকে তিনটি সোনা, চারটি রুপো সহ মোট ১১টি পদক জিতেছে। সেখানে দ্বিতীয় স্থানে থাকা চিন ৩টি সোনা সহ মোট ৪টি পদক জিতেছে।
চলতি জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ভারতের প্রথম সোনার পদকটা জিতেছিল ১৭ বছরের কনক বুধওয়ার। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতে কনক। তার আগে চলতি জুনিয়র শ্যুটিং বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সোনা জেতে শামভাবি কিশিসাগর।
তেজস্বিনীর সোনা
News Flash: GOLD medal for India at ISSF Junior World Cup in Germany 🔥
Tejaswani wins Gold medal in 25m Pistol event. pic.twitter.com/04Teshenxm
— India_AllSports (@India_AllSports) May 26, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)