Kieron Pollard: যাহা মারিব ছক্কা মারিব, ছক্কা ছাড়া হাঁকাইবো না। সোমবার ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে তারৌবার মাঠে ত্রিনিদাদ নাইট রাইডার্সের হয়ে কায়রন পোলার্ডে যে ব্যাটিংটা করলেন, তাকে সংক্ষেপে এরকম স্লোগানই দিতে হয়। টানা ৪ বলে চারটি ওভার বাউন্ডারি। টানা ৮ বলে ৭টি ছক্কা হাঁকালেন পোলার্ড। বিপক্ষের আফগান স্পিনার ওয়াকার সালামখেইলের ১৬তম ওভারে টানা ৪টি ওভার বাউন্ডারি হাঁকান পোলার্ড। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্য়াটট্রিয়টস দলের বিরুদ্ধে ম্যাচে এমন অবিশ্বাস্য কাজটাই করলেন পোলার্ড। শেষ পর্যন্ত ২৯ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ৩৮ বছরের ত্রিনিদাদ নাইটদের তারকা ব্যাটার।
তাঁর ইনিংসের শেষ ১৬ বলে ৫৩ রান করেন পোলার্ড। শেষ পর্যন্ত পোলার্ড ঝড়ে প্রথেম ব্যাট করে ত্রিনিদাদ নাইট রাইডার্স করল ৬ উইকেটে ১৭৯ রান। ত্রিনিদাদ রাইডার্সে রয়েছেন কলিন মুনরো, আলেক্স হেলস, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, কায়রন পোলার্ড, আন্দ্রে রাসেলের মত তারকারা। নেতৃত্বে রয়েছেন পুরান।
দেখুন পোলার্ডের ঝড়
POLLY POWERRR!!! 💪🇹🇹
Kieron Pollard raises yet another CPL fifty! 🙌#CPL25 #CricketPlayedLouder#BiggestPartyInSport #TKRvSKNP #RepublicBank pic.twitter.com/huJek5r4cL
— CPL T20 (@CPL) September 1, 2025
পোলার্ডের নজির
𝗞𝗶𝗲𝗿𝗼𝗻 𝗣𝗼𝗹𝗹𝗮𝗿𝗱 𝘄𝗲𝗻𝘁 𝗳𝘂𝗹𝗹 𝗯𝗲𝗮𝘀𝘁 𝗺𝗼𝗱𝗲 𝗶𝗻 𝗖𝗣𝗟 𝟮𝟬𝟮𝟱! 🥶
6️⃣,6️⃣,0️⃣,6️⃣,6️⃣,6️⃣,6️⃣,6️⃣ in 8 balls. 💥
A monster finish — and yes, he still got it! 😎#CPL2025 #KieronPollard #Sportskeeda pic.twitter.com/4h70Un5dpJ
— Sportskeeda (@Sportskeeda) September 1, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)