MS Dhoni Singing Video: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) এবং ঋষভ পন্থকে (Rishabh Pant) বলিউডের বিখ্যাত নম্বর 'তু জানে না' গানে মন খুলে গান গাইতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে প্লেব্যাক গায়ক স্টেবিন বেনের (Stebin Ben) পাশে দাঁড়িয়ে গানটি গাইছেন ধোনি ও পন্থ। আসলে পন্থের নিজের শহর দেরাদুনে অনুষ্ঠিত বোন সাক্ষীর বিয়েতে ভারতীয় ক্রিকেটের একাধিক বড় নাম ভিড় করেন। ১২ মার্চ ব্যবসায়ী অঙ্কিত চৌধুরিকে বিয়ে করেন পন্থের বোন সাক্ষী। ব্রিটেনে পড়াশোনা করা অঙ্কিত সোশ্যাল মিডিয়ায় বেশ বিখ্যাত। তিনি তার ট্র্যাভেল ডায়েরিস এবং ফ্যাশনের জন্য পরিচিত। ২০২৪ সালে অঙ্কিতের সাথে বাগদান সারেন সাক্ষী, সেই অনুষ্ঠানেও ধোনি উপস্থিত ছিলেন। ১১ মার্চ স্ত্রী সাক্ষীকে নিয়ে বিয়েতে হাজির হন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু অনলাইনে ছড়িয়ে পড়া কোনও ছবি ও ভিডিওতে মেয়ে জিভাকে দেখা যায়নি। MS Dhoni Dancing Video: দেখুন, ঋষভ পন্থের বোনের বিয়েতে সুরেশ রায়নার সঙ্গে মন খুলে নাচছেন ধোনি
গান গাইছেন এমএস ধোনি
Ms Dhoni & Sakshi Dhoni enjoying Rishabh Pant's sister wedding
😍❤️ pic.twitter.com/HjZcJcAZhU
— Riseup Pant (@riseup_pant17) March 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)