আগামী ১০ ডিসেম্বর ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। শুভমন গিল (Shubman Gill), দীপক চাহার (Deepak Chahar) এবং সহ-অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) ছাড়াই বুধবার ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয় জাদেজা ও গিলকে। সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার যখন ইউরোপ সফরে রয়েছেন, তখন গিল ছুটি কাটাচ্ছেন ব্রিটেনে। প্রথম ম্যাচের আগে তারা সরাসরি ডারবানে পৌঁছে যাবেন এবং সরাসরি একাদশে সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। টেস্ট সিরিজে এই দুজন জায়গা পেলেও ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁদের। এদিকে সাদা বলের দলে জায়গা পাওয়া চাহারও দলের সঙ্গে সফর করেননি। পরিবারের জরুরি অবস্থার কারণে শেষ ম্যাচের আগে ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি। তার বাবা অসুস্থ বলে মনে করা হচ্ছে, এবং প্রতিভাবান পেসার কখন দলে যোগ দেবেন তা জানা যায়নি। SA Team Against India:ভারতকে চ্যালেঞ্জ জানাতে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা, টেস্টে থাকলেও একদিনের ম্যাচে নেই বাভুমা (দেখুন পুরো টিম)
As per reports, Shubman Gill, Ravindra Jadeja and Deepak Chahar will join the team in Durban well in time before the first match on December 10th 🇮🇳🏏#INDvsSA #TeamIndia #ShubmanGill #RavindraJadeja #DeepakChahar #CricketTwitter pic.twitter.com/1EaE0KmUE6
— InsideSport (@InsideSportIND) December 8, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)