IND A vs SA A 2nd Unofficial Test: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ (IND A vs SA A) দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট আজ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর থেকে বেঙ্গালুরুর বিএসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence Ground 1, Bengaluru) আয়োজিত হবে। এই টেস্টে ভারত এ দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এ দলের দায়িত্বে রয়েছেন মার্কেস একারম্যান (Marques Ackerman)। আজ টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। IND A vs SA A 2nd Unofficial Test Live Streaming: ভারত এ বনাম দক্ষিণ আফ্রিকা এ, দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট; সরাসরি দেখবেন যেখানে

দক্ষিণ আফ্রিকা 'এ' একাদশঃ জর্ডান হারমান, লেসেগো সেনোকওয়ানে, টেম্বা বাভুমা, জুবায়ের হামজা, মার্কেস অ্যাকারম্যান (অধিনায়ক), কনর এস্তেরহুইজেন (উইকেটরক্ষক), তিয়ান ভ্যান ভুরেন, কাইল সিমন্ডস, প্রেনেলান সুব্রয়েন, শেপো মোরেকি, ওকুহলে সেলে।

ভারত 'এ' একাদশঃ কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক), হর্ষ দুবে, আকাশ দীপ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা।

বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করেছে ভারত এ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)