চিন হল অবাক করা দেশ। চিনে অনেক সময়ই কল্প বিজ্ঞান বা সায়েন্স ফিকশন সত্যি হয়ে ওঠে। চিনে আসল-নকলের ফারাকটা খুব সুক্ষ্ম। কিন্তু এবার ড্রাগনের দেশে যা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়। চিনের ছেংদুর এক হাসপাতালের কাঁচের জানলা থেকে ওয়াং নামের এক মহিলা আকাশের একটি ভিডিয়ো করেন। যাতে দেখা যায় আকাশে একসঙ্গে সাতটা সূর্য আলোকিত করছে। মিনিটখানেকের ভিডিয়োটা দেখলে মনে হবে, এটা যেন পৃথিবী নয়, অন্য কোনও গ্রহের ভিডিয়ো। যেখানে সাতটা সূর্যের আকাশ।
সোশ্যাল মিডিয়ায় এই সাত সূর্য-র ভিডিয়ো দাবানলের মত ভাইরাল হয়। পরে এক ইউজার বুঝিয়ে ব্যাখা করেন, চিনা মহিলার তোলা সাতটা সূর্যর ভিডিয়োটি আসলে কাঁচের প্রতিফলনের খেলা। কাঁচের বাইরে ক্যামেরার ল্যান্স অপটিক্যাল ইলিউয়সন তৈরি করেছে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়োটি
Seven "suns"🌞appeared in the sky of Chengdu, SW #China's Sichuan on Monday. The stunning phenomenon is likely a result of light refraction and scattering. pic.twitter.com/iN4ejMlbIT
— Shanghai Daily (@shanghaidaily) August 20, 2024
দেখুন সাত সূর্যের সত্যি
7 ‘suns’ appear in the sky over China in a wild optical illusion https://t.co/FKclGurK5M
— Insider Paper (@TheInsiderPaper) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)